অচিরেই দৈনিক হবে জয়পুরহাটের সাপ্তাহিক গ্রামীণ আলো : সম্পাদক মাজেদুর রহমান মাজেদ
- আপডেট সময় : ০৬:১৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩
- / ৩৫৬ বার পড়া হয়েছে
দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাট জেলার একমাত্র আঞ্চলিক সাপ্তাহিক গ্রামীণ আলো পত্রিকার সাংবাদিকদের এক প্রীতি সমাবেশ আজ মঙ্গলবার বিকেলে জয়পুরহাট পৌর মার্কেটের ২য় তলার অফিস কক্ষে অনুষ্ঠিত হয় । গ্রামীন আলো পত্রিকার আয়োজনে এই প্রীতি সমাবেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন,পত্রিকার সম্পাদক মোঃ মাজেদুর রহমান মাজেদ। তিনি বলেন, হাটি হাটি পা পা করে আমাদের সাপ্তাহিক গ্রামীণ আলো পত্রিকা এক যুগ পেরিয়ে গেছে। অচিরেই আমরা দৈনিকে পদার্পণ করবো। এজন্য আমরা আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। আরো শুভেচ্ছা বক্তব্য রাখেন,ব্যবস্থাপনা সম্পাদক মোঃ আবুল কাশেম আমিন,প্রকাশক বীর মুক্তিযোদ্ধা আব্বাস আলী আকন্দ,পাঁচবিবি প্রতিনিধি দবিরুল ইসলাম, কালাই প্রতিনিধি মোকাররম হোসেন, ক্ষেতলাল প্রতিনিধি আনোয়ারুল ইসলাম, যুগান্তরের জেলা প্রতিনিধি সেলিম সারোয়ার,ডিবিসি জয়পুরহাট প্রতিনিধি শামীম কাদির ও ধামুরহাট প্রতিনিধি আব্দুল মালেক প্রমুখ। এছাড়াও পত্রিকাকে ঢেলে সাজাতে সংবাদ সংক্রান্ত পর্যালোচনাসহ আগামী ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসের বিশেষ সংখ্যা প্রকাশে বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।