অপহরণ করতে গিয়ে গণপিটুনিতে ১ রোহিঙ্গা নিহত
- আপডেট সময় : ০৯:৪২:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩
- / ৩৭৫ বার পড়া হয়েছে
কক্সবাজারের টেকনাফ উপজেলায় অপহরণ করার সময় স্থানীয়দের গণপিটুনিতে দুই রোহিঙ্গা আহত হয়েছেন। এ সময় পুলিশ তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
মঙ্গলবার (১ আগস্ট) হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রোকনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার (৩১ জুলাই) টেকনাফ উপজেলা হোয়াইক্যং ইউনিয়নের মিনাবাজারের ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আজিমুল্লাহ কুতুপালং ১নং ক্যাম্পের বাসিন্দা। আহত অপহরণকারী হলেন মোহাম্মদ হাশেম। তিনিও একই ক্যাম্পের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার শাহ আলমের দুই ছেলে আবছার ও তার ছোট ভাই পাহাড় থেকে নিজেদের পালিত গরু নিয়ে বাড়ি ফিরছিল। পরে ওই এলাকায় এলে আবছারকে অপহরণকারীরা তাকে ধরে বেঁধে ফেলে। এ সময় ছোট ভাই চিৎকার করলে তাদের পেছনে থাকা বাবা শাহ আলম এসে দুই রোহিঙ্গাকে ধাওয়া করে ধরে ফেলেন। একপর্যায়ে দুই অপহরণকারীদের স্থানীয়রা গণপিটুনি দেন। পরে পুলিশকে সংবাদ পেয়ে দুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেন। এ সময় চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
উপপরিদর্শক (এসআই) রোকনুজ্জামান জানান, সোমবার অপহরণ করতে গিয়ে দুই রোহিঙ্গা স্থানীয় জনতার হাতে আটক হয়। এ সময় গণপিটুনিতে একজন নিহত হয়েছেন ও আরেকজনের অবস্থা গুরুতর।