অসহ্য গরমের পর বরিশালে স্বস্তির বৃষ্টি
- আপডেট সময় : ১০:৪৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩
- / ৪৩৬ বার পড়া হয়েছে
মোঃ মশিউর রহমান সুমন, বরিশাল, মেহেন্দীগঞ্জ প্রতিনিধিঃ
টানা দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা তাপদাহে বরিশালবাসীর জীবন অসহনীয় হয়ে উঠেছিল। গত কয়েকদিনের ভ্যাপসা গরমে পুড়তে হয় বরিশাল বাসীর। তাই বৃষ্টির জন্য চাতক পাখির মতো অপেক্ষায় ছিলেন তারা। অবশেষে প্রতীক্ষার অবসান হলো। বৃহস্পতিবার সকালে বৃষ্টির দেখা পেয়েছেন বরিশালবাসী। সকাল থেকে শুরু হয় গুড়ি গুড়ি বৃষ্টি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির পরিমান বাড়তে থাকে। টানা কয়েকদিনের তাপদাহের পর এ বৃষ্টিতে স্বস্তি ফিরেছে নাগরিক জীবনে।
বরিশাল আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক আব্দুল কুদ্দুস বলেন, বেলা ১২টা পর্যন্ত ৮ দশমিক ১মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে ভারি বৃষ্টির সম্ভাবনা নেই। সারাদিন বৃষ্টি না হলেও রোদের দেখা মিলবে না।
তিনি আরো বলেন, বরিশালে এর আগে সর্বশেষ বৃষ্টি হয়েছিল ২৭ মে। সেদিন বৃষ্টি হয় মাত্র ২মিলিমিটার। এরপর থেকে শুরু হয় তাপদাহ। সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৬জুন ৩৭ দশমিক ৬ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার বেলা ১টায় বরিশালে তাপমাত্রা ছিলো ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। বুধবার একই সময়ে তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস