অস্ত্র ও গুলিসহ ব্রাহ্মণবাড়িয়ায় যুবক গ্রেফতার
- আপডেট সময় : ১২:৫৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩
- / ৩৭৮ বার পড়া হয়েছে
জসিম উদ্দিন সরকার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র ও গুলিসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত যুবকের নাম মোঃ ইউসুফ ( ২৮)। সে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার কালাইশ্রীপাড়ার মৃত শহীদের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, বুধবার (১৭মে) সন্ধ্যা অনুমান ৯.১০ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ব্রাক্ষণবাড়িয়া সদর মডেল থানাধীন কালাইশ্রীপাড়াস্থ ১০৩৬ নং বাসার ৪র্থ তলায় জনৈক ইউসুফের নিকট অস্ত্র গুলি রয়েছে।
উক্ত সংবাদের সত্যতা যাচাই ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করার নিমিত্তে ০১নং শহর ফাঁড়ীর আইসি পুলিশ পরিদর্শক শিহাবুর রহমান এবং এএসআই পলাশ সহ থানার অফিসার ও ফোর্সকে ঘটনাস্থলে পাঠানো হয়।পরবর্তীতে আসামী মোঃ ইউসুফ(২৮), পিতা-মৃত শহীদের বাহির করে দেওয়া মোতাবেক ০২ রাউন্ড গুলিসহ একটি দেশীয় তৈরি রিভলবার উদ্ধার পূর্বক সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়। উক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।