সংবাদ শিরোনাম ::
আদালত থেকে যে বার্তা দিলেন ভিপি নুর
নিউজ ডেস্ক
- আপডেট সময় : ১২:১৬:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪
- / ৩২৮ বার পড়া হয়েছে
ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের (একাংশের) সভাপতি নুরুল হক নুরকে পাঁচ দিনের রিমান্ড শেষে আজ (বৃহস্পতিবার) আদালতে হাজির করা হয়। এ সময় আদালতপ্রাঙ্গণ থেকে আন্দোলনকারীদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন ২০১৮ সালে কোটা আন্দোলনের মাধ্যমে আলোচনায় আসা নুরুল হক নুর।
চলমান আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিভিন্ন কায়দায় আমাদের নির্যাতন করা হচ্ছে। হাইকোর্ট যে নির্দেশনা দিয়েছে সেটা মানা হচ্ছে না, খুব নির্যাতন করা হচ্ছে। সকলের মনোবল শক্ত থাকা দরকার। ভেতরে থাকলেও আমরা আপনাদের সঙ্গে আছি।
বৃহস্পতিবার (১ আগস্ট) আদালতে হাজিরা দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
নুর বলেন, ৯০ শতাংশ সরকার পতন হয়ে গেছে। প্রশাসন ইতোমধ্যে আমাদের পাশে দাঁড়িয়েছে। আর ১০ পারসেন্ট ধাক্কা দেওয়া দরকার। আন্দোলন চলবে, জনগণকে নিয়ে রাজপথে থাকেন।