আন্তর্জাতিক ম্যাচের ওপর করা তদন্তে কাশ্যপের নাম এলেও

- আপডেট সময় : ০৫:১৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩
- / ৩১২ বার পড়া হয়েছে

ভারতীয় আম্পায়ার যতীন কাশ্যপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছে আইসিসি। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিযোগের কথা জানিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
ঠিক কোন ঘটনায় কাশ্যপের বিরুদ্ধে এমন অভিযোগ, সে ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি আইসিসি। শুধু উল্লেখ করেছে, ‘২০২২ সালের আন্তর্জাতিক ম্যাচগুলোর ওপর করা তদন্তে দুর্নীতিবিরোধী কোডের ধারা ভঙ্গের ব্যাপারগুলো উঠে এসেছে।’
আন্তর্জাতিক ম্যাচের ওপর করা তদন্তে কাশ্যপের নাম এলেও তিনি আন্তর্জাতিক পর্যায়ে কোনো ম্যাচ পরিচালনা করেননি। এনডিটিভি জানিয়েছে, কাশ্যপ ভারতের রাজ্য পাঞ্জাবের জেলা পর্যায়ে ম্যাচ পরিচালনা করেছেন, তবে বিসিসিআইয়ের প্যানেলে নেই।
বিসিসিআইয়ের সূত্রের বরাত দিয়ে ভারতের এই সংবাদমাধ্যম আরও জানায়, গত অক্টোবরেই পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছ থেকে কাশ্যপের ব্যাপারে বিস্তারিত জানতে চায় আইসিসি। তবে সংস্থাটির সচিব দিলশের খান্নার দাবি, কাশ্যপের বিরুদ্ধে আনা আইসিসির অভিযোগের সঙ্গে তাদের রাজ্য পর্যায়ের কোনো ম্যাচেরও সংশ্লিষ্টটা নেই।