আসিফ মাহতাব-মুগ্ধের পরিবারে সঙ্গে সাক্ষাৎ : এ সরকার থাকলে মানবিক সংকট আরও বাড়বে : মুফতী ফয়জুল করীম
- আপডেট সময় : ১২:৪২:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪
- / ৩২৪ বার পড়া হয়েছে
সেতু ভবনে হামলায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তারের পর রিমান্ডে নেওয়া ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাব উৎস এবং মীর মাহফুজুর রহমান মুগ্ধের শোকাহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই।
বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেলে উত্তরায় আসিফ মাহতাবের বাবা সাহাবুর রহমান এবং মীর মাহফুজুর রহমান মুগ্ধের শোকাহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, সরকারের জুলুম-নির্যাতন সকল রেকর্ড ছাড়িয়েছে। সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। জাতিসংঘ পর্যন্ত বলতে বাধ্য হয়েছে যে, দেশে মানবিক সংকট চলছে। এ সরকার ক্ষমতায় থাকলে মানবিক সংকট আরও বাড়বে।
তিনি অভিযোগ করেন, ‘গ্রেপ্তার বাণিজ্য, জুলুম-নির্যাতন ও হত্যা করে ক্ষমতা দীর্ঘস্থায়ী করার নজির নেই।’
কোনো কারণ ছাড়া আসিফ মাহতাবকে গ্রেপ্তারে আন্তরিক দুঃখ প্রকাশ করে মুফতী ফয়জুল করীম বলেন, ‘আসিফ মাহতাব দেশের জন্য, ইসলামের জন্য, মানবতার জন্য সত্যের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছেন। এ লড়াইয়ে সত্যের বিজয় হবে, দেশের মানুষ মুক্তি পাবে, ছাত্রদের অধিকার প্রতিষ্ঠা হবে। তাকে যেভাবে কোর্টে তোলা হয়েছে, যেন সে একজন দাগি আসামি। এর নিন্দা জানানোর ভাষা নেই। সন্ত্রাসীদেরকেও এভাবে ডান্ডাবেড়ি পরানো হয় না। এ জুলুমের অবসান হবেই।’
ইসলামী আন্দোলনের এ শীর্ষনেতা বলেন, ‘হামলা, গ্রেপ্তার-নির্যাতন ও হত্যা করে ক্ষমতা দীর্ঘস্থায়ী করার ইতিহাস বিশ্বে নেই। দেশে স্মরণকালের ভয়াবহ হত্যাযজ্ঞ সংঘটিত হওয়ার পরও সরকার পদত্যাগ না করায় সংকট দীর্ঘস্থায়ী হচ্ছে। অপরদিকে, কোটা আন্দোলন ঘিরে সারাদেশে পুলিশ বিরোধীদলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার বাণিজ্যে মেতেছে। যা সংবাদমাধ্যমে প্রকাশ পাচ্ছে।’
‘গ্রেপ্তার ও গ্রেপ্তার বাণিজ্য বন্ধ না করলে জনতার রুদ্ররোষ কঠিন আকার ধারণ করবে। ছাত্রসমাজের দাবি না মানা, নানা ধরনের নির্যাতন ও আন্দোলনে নেতৃত্বদানকারীদের ভয়ভীতি দেখিয়ে পিছু হটানোর চেষ্টা এ সংকট আরও গভীর করে তুলছে।’
এ সময় দলের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, সহকারী মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা আরিফুল ইসলাম, মুফতী মোস্তফা কামাল, আলহাজ আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন। সবাইকে ধৈর্যধারণের আহ্বান জানিয়ে মুফতী ফয়জুল করীম দোয়া ও মুনাজাত করেন।