ইউজিসি’র ৬ গবেষণাগ্রন্থের ২টিই নজরুল বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগের
- আপডেট সময় : ০৯:০৫:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
- / ৩৩৩ বার পড়া হয়েছে
ডি এইচ রনি, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) থেকে প্রকাশিত মোট ৬টি মৌলিক গবেষণাগ্রন্থের ২টি বই’ই নজরুল বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের দুই শিক্ষকের। বিভাগের সহযোগী অধ্যাপক ড. দেবাশীষ বেপারী ও সহকারী অধ্যাপক আশিক সরকার লিখেছেন গ্রন্থ দুটি। গ্রন্থ দুটি হলো ড. দেবাশীষ বেপারীর ‘সমকালীন বাংলা গানের ধারায় কাজী নজরুল ইসলামের আধুনিক গান’ ও আশিক সরকারের ‘কাজী নজরুল ইসলামের ভাঙা গান’।এ বিষয়ে ড. দেবাশীষ বেপারীর অনূভুতি জানতে চাইলে তিনি বলেন, ‘আমার অনুভূতি এক কথায় অসাধারণ। সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে, বাংলা গানের মহান সংগীতকার এবং বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান নিয়ে গবেষণা গ্রন্থ প্রকাশ করছে ইউজিসির মত উচ্চশিক্ষা পর্যায়ের প্রতিনিধিত্বশীল প্রতিষ্ঠান। এতে আমাদের দেশের প্রাতিষ্ঠানিকপর্যায়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপকৃত হবে এবং সংগীত নিয়ে উচ্চশিক্ষার ক্ষেত্রে উৎসাহিত হবে।’
এ বিষয়ে আশিক সরকার বলেন, ‘কাজী নজরুল ইসলামের ভাঙা গান নিয়ে কাজ করছি এক যুগেরও বেশি সময় ধরে। ইতোমধ্যে দেশি-বিদেশি জার্নালে এ-বিষয়ে আমার লেখা প্রকাশিত হয়েছে। অত্যন্ত আনন্দের বিষয় ইউজিসির মত প্রতিষ্ঠান থেকে নজরুলের ভাঙা গান নিয়ে লেখা আমার প্রথম গ্রন্থ প্রকাশিত হতে যাচ্ছে। আমি ভীষণভাবে আপ্লুত। আশা করি, এই গ্রন্থ প্রকাশ হলে নজরুল-গবেষক, শিল্পী, শিক্ষক, শিক্ষার্থী তথা নজরুল-অনুরাগীদের বিশেষ উপকারে আসবে।’
ইউজিসি থেকে সংগীত বিভাগের দুই শিক্ষকের গবেষণা গ্রন্থ প্রকাশ প্রসঙ্গে বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সুশান্ত কুমার সরকার তাঁর অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘আমার বিভাগের সম্মানিত শিক্ষক দেবাশীষ বেপারী ও আশিক সরকার দুজনের দু’টি বই বাংলাদেশ মঞ্জুরী কমিশন থেকে প্রকাশিত হয়েছে। তাদের এই প্রাপ্তিতে আমাদের বিশ্ববিদ্যালয় তথা সংগীত বিভাগ গর্বিত। এই সকল গবেষণামূলক প্রকাশনার জন্য আমাদের বিভাগ আরো উন্নতির শিখরে অবস্থান করবে এই আশা করছি। সংগীত বিভাগের পক্ষ থেকে ওদের দুজনের জন্য অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।’
উল্লেখ্য, গ্রন্থ দুটি ইউজিসির পুস্তক বিপণন কেন্দ্রসহ দেশের বিভিন্ন অভিজাত বই-বিপণী এবং অনলাইন বুকশপে পাওয়া যাচ্ছে।