ইটনায় বাঁশের সাঁকোতে ২০ হাজার মানুষের ভোগান্তি
- আপডেট সময় : ০৭:৪৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩
- / ৪৭৯ বার পড়া হয়েছে
ফরহাদ আহমেদ, ইটনা কিশোরগঞ্জঃ
কিশোরগঞ্জের ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের লাইমপাশার লামা খাড়া নদীর উপর ৩ বছর যাবত কাজ বন্ধ।
স্থানীয় মেম্বার মোঃআবুল কালাম (৩৮) বলেন গত ২০২০ সালের ১৫ ই জানুয়ারী এই সেতু উদ্ভোধন করেন আমাদের মাননীয় এম মহোদয় জনাব রেজওয়ান আহমেদ তৌফিক এবং উপজেলা চেয়ারম্যান জনাব চৌধুরী কামরুল হাসান সাহেব, এবং সেতুটির নাম করন করা হয়, রেজওয়ান আহমেদ তৌফিক সেতু।
স্থানীয় মেম্বার ছোট ভাই সাইদুর রহমান (৩৮) ও এলাকায় জনগন বলেন সেতুটি ২০২০ সালের বাজেট অনুযায়ী ১০০ কোটি টাকার বাজেট পাশ হয়। তিন বছর যাবত কাজ বন্ধ থাকেও পাঁচ মাস,তিন মাস পর পর কাজ ধীর গতিতে চলার কারনে ১. লাইমপাশা পুর্বগ্রাম, ২.ভাটি রাজীব পুর ৩. উজান রাজীব পুর ৪. জোর কান্দি ৫.প্রজার কান্দা ৫.শান্তি পুর এই পাঁচ গ্রামে মোট ২০০০ হাজার ভোটার রয়েছে। সঠিক ভাবে কাজ না হওয়ার কারনে লামা খাড়া বাঁশের শাকো দিয়ে মটর সাইকেল ও সাধারণ যানবাহন ও সাধারণ মানুষেকে চরম ভোগান্তিতে পড়তে হয়।এলাকার নাসির উদ্দিন ৪২ ও স্হানীয় মুরব্বিরা বলেন আমাদের এম, পি,জনাব রেজওয়ান আহমেদ তৌফিক স্যার, উপজেলা চেয়ারম্যান জনাব চৌধুরী কামরুল হাসান সাহেব যেন অতি দ্রুত আমাদের ব্রীজের কার্যকম শুরু করার জন্য জোর দাবি জানাচ্ছি এবং প্রশাসনের দৃষ্টিত আকর্ষ করছি।