উজিরপুরে কালিহাতায় দুই যুগ ধরে রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে জনগন
- আপডেট সময় : ০৩:২৪:০৫ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩
- / ৪৩৩ বার পড়া হয়েছে
মোঃ সোহাগ হোসেন ,উজিরপুর( বরিশাল) প্রতিনিধিঃ
বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের কালিহাতায় রাস্তার বেহাল দশার কারণে চরম দুর্ভোগে মানুষ। কালিহাতা মিরাজ শরীফের চায়ের দোকান থেকে শুরু করে সুলতান শিয়ারীর বাড়ি পর্যন্ত ২ কিলোমিটার একমাত্র চলাচলের রাস্তাটি প্রায় দুই যুগ ধরে বেহাল দশা। ঐ রাস্তায় ২ হাজার সালে ইটের সলিং করা হয়। কিন্তু এ পর্যন্ত কোন সংস্কার,পাকা বা নতুন করে ইটের সলিং দেয়া হয়নি। কালিহাতা ৩নং ওয়ার্ডের এই রাস্তার আওতায় রয়েছে স্কুল, মাদ্রাসা, ভোট কেন্দ্র,এতিম খানা,মসজিদ,বাজারসহ বিভিন্ন প্রতিষ্ঠান। প্রতিদিন হাজার হাজার মানুষের চলাচল। একটু বৃষ্টি হলেই শিক্ষার্থীর প্রায়ই পা পিছলে পড়ে দুর্ঘটনার শিকার হয়। এছাড়া বামরাইল টু ঘণ্টেশ্বর এর প্রায় ৪ কিলোমিটার রাস্তাটিও খানা খন্দে পরিনত হয়েছে। যান্ত্রিক গাড়ি চলাচল তো দুরের কথা পায়ে হেটেও চলাচল করা মুশকিল হয়ে পরেছে। এ ব্যাপারে কালিহাতা মাহমুদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ মুখতার হোসাইন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও ইউপি সদস্য মাওলানা বজলুর রহমানসহ স্থানীয় একাধিক ব্যাক্তি জানিয়েছেন একমাত্র চলাচলের এই রাস্তার বেহাল দশার কারনে দিন দিন শিক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে এবং কালিহাতা গ্রামের মানুষ অবহেলিত রয়েছে। প্রায়ই ঘটছে সড়ক দুর্ঘটনা। এ থেকে পরিত্রাণ পেতে বেহাল রাস্তা অচিরেই পাকাকরণের দাবী জানিয়ে সরকারের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।