উজিরপুরে মাছের ঘের নিয়ে দ্বন্ধের জেরে ব্যবসায়ীর উপর হামলা, গ্রেফতার-১
- আপডেট সময় : ০৭:০৮:৫০ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩
- / ৪১৬ বার পড়া হয়েছে
মো:সোহাগ হোসেন , উজিরপুর প্রতিনিধিঃ
বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলায় মাছের ঘের নিয়ে দ্বন্ধের জেরে ব্যবসায়ীর উপর হামলার ঘটনায় অভিযুক্ত সাবেক সেনা সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মামলা ও ভুক্তভোগী সুত্রে জানা যায় উপজেলার সাতলা ইউনিয়নের নয়াকান্দি গ্রামের মৃত আমজেদ মিয়ার ছেলে সাবেক সেনা সদস্য মিজানুর রহমান মিয়ার সাথে সাতলা গ্রামের মৃত হাকিম বিশ্বাসের ছেলে মোঃ টুটুল বিশ্বাসের মাছের ঘের নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই প্রেক্ষিতে ১৭জুন বেলা ১১টার দিকে মিজানুর রহমান ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী নিয়ে দেশীয় অস্ত্র সাজে সজ্জিত হয়ে প্রকাশ্যে টুটুল বিশ্বাসকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিত ভাবে অতর্কিত হামলা চালায়।
এদিকে হামলার ঘটনায় টুটুল বিশ্বাস বাদী হয়ে উজিরপুর মডেল থানায় অভিযুক্ত মিজানুর রহমানসহ ৭জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এরপর ২০ জুন বুধবার উজিরপুর মডেল থানার এসআই আশিক মামলার আসামি মিজানুর রহমানকে গ্রেফতার করে এবং ২১জুন বৃহস্পতিবার বরিশাল আদালতে প্রেরন করা হয়। এ ব্যাপারে ভুক্তভোগী টিটুল বিশ্বাস জানান,অভিযুক্ত মিজানুর রহমান সমাজের বিভিন্ন কুকর্মের সাথে জড়িয়ে পড়েছে তার বিরুদ্ধে রয়েছে নারী কেলেংকারীর অভিযোগসহ একাধিক মামলা। অন্যের জমি দখলন করা তার নেশা ও পেশা। সে ভূমিদস্যু নামে এলাকায় পরিচিত হয়েছে। অন্যান্য অভিযুক্তরা পালিয়ে থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি