উজিরপুরে হাজার পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার
- আপডেট সময় : ১২:৪৩:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০২৩
- / ৪০৩ বার পড়া হয়েছে
মো: সোহাগ হোসেন, উজিপুর (বরিশাল)প্রতিনিধিঃ
বরিশাল জেলার উজিরপুর উপজেলার ঢাকা – বরিশাল মহাসড়কের সানুহার নামক বাস স্টান্ডে ১০০০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে বরিশাল জেলা ডিবি পুলিশ।
৮ জুন রাত ৯.২৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশের এস আই কাজী ওবায়দুল কবিরের নেতৃত্বে অভিযান চালিয়ে ১০০০ পিস ইয়াবাসহ তিন জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৯:২৫ মিনিটের সময় উপজেলা ০৭ নং বামরাইল ইউনিয়নের সানুহার নামক বাসস্ট্যান্ডের ঢাকা বরিশাল মহাসড়কের কাঁচা বাজারের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জেলার বানাড়ীপাড়া উপজেলার বাইশারি গ্রামের মোঃ নজরুল ইসলামে খানের পুত্র মোঃ সিরাজুল ইসলাম খান(২৭), খুলনা জেলার লবণচরা উপজেলার বোখারীয়াপাড়া গ্রামের মোঃমজিবর রহমানের পুত্র মোঃহাসান খান(৩২) ও একই গ্রামের মোঃ মিজানুর রহমানের পুত্র মোঃ এনামুল হক খান(২৭)তল্লাশি করলে তাদের দেহ থেকে বিশেষভাবে রক্ষিত এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
উজিরপুর মডেল থানার অফিসার্স ইনচার্জ মোঃকামরুল হাসান জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে,আসামিদের জেল হাজতে প্রেরন করা হয়েছে।