উত্তরবঙ্গে ট্রেনের টিকিট কালোবাজারি করতো ঠাকুরগাঁওয়ের দুইজন
- আপডেট সময় : ১১:০১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪
- / ৩৩০ বার পড়া হয়েছে
ঈদকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে টিকিট কালোবাজারিদের বিরুদ্ধে র্যাবের বিশেষ অভিযানে টিকিট কালোবাজারি চক্রের প্রধান দুই সদস্য রায়হান ও আনিসুরকে আটক করেছে নীলফামারী র্যাব-১৩ সিপিসি-২।
শুক্রবার ভোর রাতে সদর উপজেলার শিবগঞ্জ বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। বিষয়টি মোবাইল ফোনে নিশ্চিত করেছেন নীলফামারী সিপিসি-২ র্যাবের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মেহেদী হাসান।
আটক রায়হান (২৫) সদর উপজেলার শিবগঞ্জ পারপুর্গি গ্রামের মতিনুল ইসলামের ছেলে ও আনিছুর রহমান (৩০) মহেশালী গ্রামের ইউসুফ আলীর ছেলে।
র্যাব জানায়, ঠাকুরগাঁও জেলার সদর থানাধীন শিবগঞ্জ বাজার এলাকায় টিকিট কালোবাজারি চক্রের সদস্যরা অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে নীলফামারী র্যাব-১৩ এর সিপিসি-২ এর একটি দল। অভিযান পরিচালনার সময় কালোবাজারি চক্রের সদস্য রায়হান ও আনিসুরকে আটক করা হয়।
নীলফামারী র্যাবের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মেহেদী হাসান বলেন, প্রথমে ঢাকায় আমাদের র্যাবের পক্ষ থেকে এই অভিযান পরিচালনা করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্য মতে আমরা জানতে পাড়ি উত্তরবঙ্গের মধ্যে এই চক্রটি কালোবাজারি টিকিট বিক্রি করে আসছে। পরবর্তীতে আমাদের একটি দল ঠাকুরগাঁও শিবগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে ওই দুইজনকে আটক করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, দীর্ঘদিন ধরে ঠাকুরগাঁও জেলা থেকে উত্তরবঙ্গের বিভিন্নস্থানের টিকিট কালোবাজারি করে আসছে তারা।
তিনি আরও বলেন, আটকদের কাছ থেকে টিকিট কালোবাজারি কাজে ব্যবহৃত ২টি, মনিটর, ১টি প্রিন্টার, ১টি সিপিইউ, ৩টি এ্যান্ড্রোয়েড মোবাইল এবং ট্রেনের ১৪৫টি টিকিট উদ্ধার করা হয়। এছাড়াও তাদের কাছ থেকে উদ্ধারকৃত মালামাল প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পরীক্ষা করে দেখা যায় তারা টিকিট কালোবাজারি চক্রের সঙ্গে জড়িত। তাদের ব্যবহৃত কম্পিউটার এবং মোবাইলে টিকিট কালোবাজারির সব ধরনের তথ্য ও অনলাইন টিকিট পাওয়া গেছে।
তাদের বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় মামলার পর দুজনকে থানায় হস্তান্তর করবে র্যাব।