ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্যামনগরে স্কুল দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি এবং ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে সেচ্ছাসেবী দল গঠন পরিতোষ কুমার বৈদ্য পাঁচবিবিতে পোস্ট অফিস সড়কে ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশা,জনদুর্ভোগ চরমে হরিপুরে কুলিক নদীতে গোসল করতে গিয়ে এক যুবক নিখোঁজ পাঁচবিবিতে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা জিআই পণ্যের স্বীকৃতি পেলো মধুপুরের আনারস জলবায়ু পদক্ষেপে বৈশ্বিক কাঠামোর আমূল পরিবর্তন চান ড. ইউনূস গণমাধ্যম সংস্কার কমিশন হতে পারে আগামী সপ্তাহে: তথ্য উপদেষ্টা পহেলা নভেম্বর থেকে পলিথিন ব্যাগ নিষিদ্ধ লোক দেখানো কাজ করে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়: হাসান আরিফ পাচার হওয়া অর্থ ফেরাতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ

উত্তরবঙ্গে ট্রেনের টিকিট কালোবাজারি করতো ঠাকুরগাঁওয়ের দুইজন

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ১১:০১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪
  • / ৩৩০ বার পড়া হয়েছে

ঈদকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে টিকিট কালোবাজারিদের বিরুদ্ধে র‌্যাবের বিশেষ অভিযানে টিকিট কালোবাজারি চক্রের প্রধান দুই সদস্য রায়হান ও আনিসুরকে আটক করেছে নীলফামারী র‌্যাব-১৩ সিপিসি-২।

শুক্রবার ভোর রাতে সদর উপজেলার শিবগঞ্জ বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। বিষয়টি মোবাইল ফোনে নিশ্চিত করেছেন নীলফামারী সিপিসি-২ র‌্যাবের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মেহেদী হাসান।

আটক রায়হান (২৫) সদর উপজেলার শিবগঞ্জ পারপুর্গি গ্রামের মতিনুল ইসলামের ছেলে ও আনিছুর রহমান (৩০) মহেশালী গ্রামের ইউসুফ আলীর ছেলে।

র‌্যাব জানায়,  ঠাকুরগাঁও জেলার সদর থানাধীন শিবগঞ্জ বাজার এলাকায় টিকিট কালোবাজারি চক্রের সদস্যরা অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে নীলফামারী র‌্যাব-১৩ এর সিপিসি-২ এর একটি দল। অভিযান পরিচালনার সময় কালোবাজারি চক্রের সদস্য রায়হান ও আনিসুরকে আটক করা হয়।

নীলফামারী র‌্যাবের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মেহেদী হাসান বলেন, প্রথমে ঢাকায় আমাদের র‌্যাবের পক্ষ থেকে এই অভিযান পরিচালনা করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্য মতে আমরা জানতে পাড়ি উত্তরবঙ্গের মধ্যে এই চক্রটি কালোবাজারি টিকিট বিক্রি করে আসছে। পরবর্তীতে আমাদের একটি দল ঠাকুরগাঁও শিবগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে ওই দুইজনকে আটক করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, দীর্ঘদিন ধরে ঠাকুরগাঁও জেলা থেকে উত্তরবঙ্গের বিভিন্নস্থানের টিকিট কালোবাজারি করে আসছে তারা।

তিনি আরও বলেন, আটকদের কাছ থেকে টিকিট কালোবাজারি কাজে ব্যবহৃত ২টি, মনিটর, ১টি প্রিন্টার, ১টি সিপিইউ, ৩টি এ্যান্ড্রোয়েড মোবাইল এবং ট্রেনের ১৪৫টি টিকিট উদ্ধার করা হয়। এছাড়াও তাদের কাছ থেকে উদ্ধারকৃত মালামাল প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পরীক্ষা করে দেখা যায় তারা টিকিট কালোবাজারি চক্রের সঙ্গে জড়িত। তাদের ব্যবহৃত কম্পিউটার এবং মোবাইলে টিকিট কালোবাজারির সব ধরনের তথ্য ও অনলাইন টিকিট পাওয়া গেছে।

তাদের বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় মামলার পর দুজনকে থানায় হস্তান্তর করবে র‌্যাব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

উত্তরবঙ্গে ট্রেনের টিকিট কালোবাজারি করতো ঠাকুরগাঁওয়ের দুইজন

আপডেট সময় : ১১:০১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪

ঈদকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে টিকিট কালোবাজারিদের বিরুদ্ধে র‌্যাবের বিশেষ অভিযানে টিকিট কালোবাজারি চক্রের প্রধান দুই সদস্য রায়হান ও আনিসুরকে আটক করেছে নীলফামারী র‌্যাব-১৩ সিপিসি-২।

শুক্রবার ভোর রাতে সদর উপজেলার শিবগঞ্জ বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। বিষয়টি মোবাইল ফোনে নিশ্চিত করেছেন নীলফামারী সিপিসি-২ র‌্যাবের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মেহেদী হাসান।

আটক রায়হান (২৫) সদর উপজেলার শিবগঞ্জ পারপুর্গি গ্রামের মতিনুল ইসলামের ছেলে ও আনিছুর রহমান (৩০) মহেশালী গ্রামের ইউসুফ আলীর ছেলে।

র‌্যাব জানায়,  ঠাকুরগাঁও জেলার সদর থানাধীন শিবগঞ্জ বাজার এলাকায় টিকিট কালোবাজারি চক্রের সদস্যরা অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে নীলফামারী র‌্যাব-১৩ এর সিপিসি-২ এর একটি দল। অভিযান পরিচালনার সময় কালোবাজারি চক্রের সদস্য রায়হান ও আনিসুরকে আটক করা হয়।

নীলফামারী র‌্যাবের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মেহেদী হাসান বলেন, প্রথমে ঢাকায় আমাদের র‌্যাবের পক্ষ থেকে এই অভিযান পরিচালনা করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্য মতে আমরা জানতে পাড়ি উত্তরবঙ্গের মধ্যে এই চক্রটি কালোবাজারি টিকিট বিক্রি করে আসছে। পরবর্তীতে আমাদের একটি দল ঠাকুরগাঁও শিবগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে ওই দুইজনকে আটক করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, দীর্ঘদিন ধরে ঠাকুরগাঁও জেলা থেকে উত্তরবঙ্গের বিভিন্নস্থানের টিকিট কালোবাজারি করে আসছে তারা।

তিনি আরও বলেন, আটকদের কাছ থেকে টিকিট কালোবাজারি কাজে ব্যবহৃত ২টি, মনিটর, ১টি প্রিন্টার, ১টি সিপিইউ, ৩টি এ্যান্ড্রোয়েড মোবাইল এবং ট্রেনের ১৪৫টি টিকিট উদ্ধার করা হয়। এছাড়াও তাদের কাছ থেকে উদ্ধারকৃত মালামাল প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পরীক্ষা করে দেখা যায় তারা টিকিট কালোবাজারি চক্রের সঙ্গে জড়িত। তাদের ব্যবহৃত কম্পিউটার এবং মোবাইলে টিকিট কালোবাজারির সব ধরনের তথ্য ও অনলাইন টিকিট পাওয়া গেছে।

তাদের বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় মামলার পর দুজনকে থানায় হস্তান্তর করবে র‌্যাব।