উপজেলা চেয়ারম্যানের ভাই শামসুল হক চৌধুরীর জানাজা সম্পন্ন
- আপডেট সময় : ১২:০৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩
- / ৪১৩ বার পড়া হয়েছে
মুহাম্মদ নাছির উদ্দীন , (লোহাগাড়া চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুলের বড় ভাই শামশুল হক চৌধুরী (৭৫) জানাজা শেষে মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়েছে।
সোমবার (২২ মে ) রাত ৯ টার দিকে উপজেলা সদর ইউনিয়ন শাহপীর পাইল্ট উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত জানাজায় ইমামতি করেন উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা আবদুল গফুর। জানাজায় মরহুমের জীবনী তুলে ধরে বক্তব্য রাখেন, মরহুমের ছোটভাই উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল।
এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ উল্ল্যাহ, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান, লোহাগাড়া থানার ওসি আতিকুর রহমান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট হুমায়ূন কবির রাসেল, উপজেলা যুবলীগের আহবায়ক মো জহির উদ্দিন , মরহুমের ভাগিনা উপজেলা ব্রিক ফিল্ড মালিক সমিতির সাবেক সভাপতি শিল্পপতি শাহাব উদ্দিন চৌধুরী প্রমুখ।
এছাড়াও মরহুমের ছেলে যুবরাজসহ সাংবাদিক, উপজেলা, জনপ্রতিনিধি রাজনৈতিক দলের নেতাকর্মীরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন জানাজায় অংশ নেন। এরআগে, সকাল ১০ টার দিকে সদর ইউনিয়নের সওদাগর পাড়ার নিজ বাড়িতে ইন্তেকাল করেন হাজী শামশুল হক চৌধুরী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি মরহুম আশরাফ মিয়ার পুত্র । মৃত্যুকালে স্ত্রী, পুত্র-কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে, সামশুল হক চৌধুরীর মৃত্যুতে বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন।