উপজেলা চেয়ারম্যানের সামনেই মীরগঞ্জ ফেরিঘাটে ছাত্রলীগের হামলা
- আপডেট সময় : ১০:২১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩
- / ৪১৩ বার পড়া হয়েছে
মোঃ মশিউর রহমান সুমন, মেহেন্দিগঞ্জ,(বরিশাল) প্রতিনিধিঃ
বরিশালের বাবুগঞ্জ মীরগঞ্জ ফেরী ও খেয়াঘাটের ইজারাদারের লোকজনের উপর হামলা করে চেয়ার টেবিল নদীতে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে মুলাদী উপজেলা ও পৌর ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। মুলাদী উপজেলা চেয়ারম্যান তরিকুল ইসলাম মিঠু খাঁনের সামনে ওই হামলার ঘটনা ঘঠিয়েছে তার অনুসারী ছাত্রলীগ নেতাকর্মীরা বলে দাবী করছে খেয়া ও ফেরীঘাটের ইজারাদারের টোল আদায়কারীরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৩জুন)সন্ধায় মীরগঞ্জ ফেরীর পশ্চিম পাড়ের পল্টনের উপরে।
এ ঘটনায় তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাবুগঞ্জ থানার ওসি তুষার কুমার মন্ডল। তিনি সাংবাদিকদের বলেন, ফেরীঘাটের চেয়ার টেবিল ফেলে দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। ভুক্তভোগীদের লিখিত অভিযোগের পরামর্শ দিয়েছি।অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
প্রত্যক্ষদর্শী ভুক্তভোগী সাইফুল ইসলাম (ফেরীঘাটের টোল আদায়কারী) বলেন, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বরিশালে আসায় মুলাদী উপজেলা চেয়ারম্যান তরিকুল ইসলাম মিঠু ও তার লোকজন মোটর সাইকেল বহর নিয়ে বরিশালে যায়।সেখান থেকে ফেরার পথে সন্ধায় ফেরী ছাড়তে ১০মিনিট বিলম্বিত হওয়ায় ঘাটের লোকজনকে অকথ্য ভাষায় গালিগালাজ করে উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জুয়েল, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ জুয়েল হোসেন ও চেয়ারম্যানের ভাই টিপু খাঁন।
এসময় ঘটনাস্থলেই নিরব ভুমিকা পালন করেন উপজেলা চেয়ারম্যান তরিকুল ইসলাম মিঠু খাঁন। এক পর্যায়ে তারা আমাদের গায়ে হাত দেয় ও চেয়ার টেবিল নদীতে ফেলে দেয়। সে আরো বলেন, হামলার সময় ক্যাশে ৩৫ থেকে ৪০হাজার টাকা খুঁজে পাওয়া যায়নি।