এসএস সি’র প্রশ্ন সমাধানের অপরাধে অফিস সহকারীর ২ বছরের জেল
- আপডেট সময় : ০৫:৩৭:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩
- / ৩৮৭ বার পড়া হয়েছে
আবদুল মোতালেব, নোয়াখালী
নোয়াখালী সদর উপজেলায় এসএস সি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের সম্মানের পরীক্ষা চলাকালীন সময়ে মুঠোফোনে প্রশ্নপত্রের ছবি তুলে সমাধান ও নকল সরবরাহের অপরাধে ১ অফিস সহকারীর ২ বছর বিনাশ্রম কারাদন্ড এবং ৫০০ টাকা অর্থ দণ্ড করেছেন ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট।
গতকাল ১৭ মে বুধবার দুপুরে সদর উপজেলার চর মোটুয়া ইউনিয়নের পান্নামিয়া উচ্চ বিদ্যালয়ে কেন্দ্র পরিদর্শনে আসেন সদর উপজেলার সহকারী কমিশনার( ভূমি) জনাব,বায়েজিদ-বিন- আকন্দ। পরীক্ষা চলাকালীন সময় ছাত্র-ছাত্রীদের হাতে প্রশ্নপত্র দেওয়ার সাথে সাথে সুযোগে শান্তির হাট উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী মোঃ নুর করিম তার হাতে থাকা মোবাইল ফোনে প্রশ্নপত্রের ছবি তুলে নেন। পরবর্তীতে কেন্দ্রের টয়লেটে গিয়ে নূর করিম সাদা কাগজে সমাধান করে (নকল সরবরাহ) কাজে সহযোগিতা করেন।
তার গতিবিধি কেন্দ্র দায়িত্বে থাকা অন্যান্য শিক্ষক ও পুলিশের নজরে পড়লে তারা ঘটনাটি সহকারী কমিশনার (ভূমি) বায়জিদ বিন আকন্দ- কে জানালে তিনি তখনি উচ্চ বিদ্যালয়ে এসে নূর করিমকে আটক করে এবং নূর করিমের হেফাজতে থাকা মোবাইলটি পুলিশ আটক করে তার মধ্যে প্রশ্নপত্রের তোলা ছবিগুলো আলামত হিসেবে জব্দ করেন এবং ভ্রাম্যমান আদালত নূর করিমকে ২ বছরের বিনাশ্রম কারদন্ড প্রদান করেন ও ৫০০ টাকা অর্থদন্ডে দন্ডীত করেন। এবং যে ছাত্রকে নকল সরবরাহ করা হয় ঐ পরীক্ষার্থীকে নকল করার দায়ে বহিষ্কার করা হয়।