এ.সি.এম উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- আপডেট সময় : ০৮:৫২:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০২৩
- / ৩৯৭ বার পড়া হয়েছে
মুহাম্মদ নাছির উদ্দীন লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
“খেলাধুলাই অংশগ্রহণ করি, মাদকমুক্ত দেশ গড়ি” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পদুয়া এ.সি.এম উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
২৫ মে (বৃহস্পতিবার) সকালে বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য,স্থানীয় সাংসদের একান্ত সচিব এরফানুল করিম চৌধুরী।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার জাভেদ করিম’র সভাপতিত্বে এসএম আবদুল জব্বারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসলেহ উদ্দিন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য শিল্পপতি নুরুল আলম কোম্পানি, নুরুল আমিন,মোহাম্মদ আলীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সফটওয়্যার ইঞ্জিনিয়ার জাবেদ করিম বলেন, এ বিদ্যালয়ের একটা ঐতিহ্য রয়েছে। শিক্ষার মানোন্নয়নে দায়িত্ব নেওয়ার পর থেকে কাজ করে যাচ্ছি। শিক্ষার্থীরা আগামীতে আলোকিত মানুষ হয়ে দেশ ও জাতি গঠনে অবদান রাখতে সক্ষম হয়েছে। এ বিদ্যালয় জাতীয় শিক্ষা সপ্তাহ-২৩ এ শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে। সকলের সহযোগীতায় এ বিদ্যালয় আগামীতে অনেক দূর এগিয়ে যাবে ইনশাল্লাহ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য,স্থানীয় সাংসদের একান্ত সচিব এরফানুল করিম চৌধুরী বলেন, তোমরাই আগামী দিনের কান্ডারী। তোমরাই আগামীতে শিক্ষার মশাল ছড়িয়ে দিতে অগ্রণী ভূমিকা রাখবে। মাননীয় এমপি মহোদয়ের পক্ষ থেকে এ বিদ্যালয়ে শীঘ্রই নতুন ভবন বরাদ্দ প্রদানের প্রতিশ্রুতি দেন তিনি।
অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দরা।