ঢাকা ০১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ৭ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিরামপুরে রাস্তার কাজের উদ্বোধন করেন মেয়র আক্কাস আলী পাঁচবিবির গ্রামীণ সড়ক পাকা করণের উদ্বোধন করলেন এমপি দুদু নারীদের নেতৃত্ব উন্নয়ন ও সংগঠন ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের সমাপনী পাঁচবিবিতে পাটবীজ উৎপাদনকারী চাষীর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা বিরামপুরে ছোট যমুনা নদীতে উপজেলা মৎস কর্মকর্তার অভিযান বরগুনার পাথরঘাটায় ট্রাক – মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ৩ যুবক নিহত হিলিতে জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ বেগমগঞ্জে আগ্নেয়াস্ত্র-কার্তুজসহ দুই তরুণ গ্রেফতার জাল স্বাক্ষর করে একাউন্ট খুলে কোটি টাকা আত্মসাতের অভিযোগ ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে শ্যামনগরে দুর্যোগের প্রস্তুতি, উদ্ধার ও পুনরুদ্ধার বিষয়ক মাঠ মহড়া

কাউন্সিলরের ঘর উপহার পেল পাঁচবিবির  মজিদা

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ১২:০৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩
  • / ৩১৮ বার পড়া হয়েছে

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ

মজিদা বিবি একজন চাতাল শ্রমিক। স্বামী দীর্ঘদিন যাবৎ রোগে বিছানায় পড়ে আছে। অভাবের সংসার তার যেন আর চলেনা। জীবনের শেষ বয়সেও দূর্বল ও অসুস্থ্য শরীর নিয়ে চাতালে শ্রমিকের কাজ করে কোন রকমে সংসার চালায়। চাতাল শ্রমিকের মুজরিতে কোন রকমে খেয়ে না খেয়ে বেঁচে থাকলেও রাতে মাথা গোজার তেমন ভালো ঘর ছিলনা তার। স্বামীকে নিয়ে জরাজীর্ন একটা ঘরে বসবাস করত তারা। শীত, গরম ও বৃষ্টি-বাদলের দিনগুলো অতি কষ্টেই জীবন কাটাত। একটু বৃষ্টি হলেই মজিদার ঘরের সবটুকু আসবাবপত্র ভিজে যেত বৃষ্টির পানিতে। ভুমিহীন গরীব ও অসহায় কষ্টের শেষ জীবনে একটু সুখ ও শান্তির পরশ দিতে মজিদার পাশে দাড়ায় মহতী এক স্বেচ্ছাসেবকলীগ নেতা।

মজিদা বিবি জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার বালিঘাটা এলাকায় বসবাস করেন। স্বামী মোহাম্মদ আলী দীর্ঘদিন থেকে দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন। মোঃ আলী শরীরের চিকিৎসা ও ঔষধ কেনার টাকাও উর্পাজন করতে পারে না। অসুস্থ্যর কারনে সংসার চালানো দূরের কথা সন্তান থেকেও যেন নেই বৃদ্ধ মা-বাবার তেমন খোজ নেওয়া। মজিদা বিবির এমন অসহায়ত্ব জীবনে পাশে এসে দাঁড়ায় জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক ও পাঁচবিবি পৌরসভার কাউন্সিলর উদীয়মান তরুন নেতা আরিফ রাব্বানী ইস্তি। তিনি নিজ খরচে একটি পাকাবাড়ি তৈরী করে দিলেন মজিদাকে। মজিদার পাকাবাড়িতে বৈদ্যুতিক সংযোগ পানি ও টয়লেটের ব্যবস্থাও করে দেওয়া হয়। অসহায় মজিদার প্রতি সহায়তা করায় এলাকার ছোটবড় সবাই ইস্তির প্রতি খুব খুশি। মানবিক নেতার মানবতাপূর্ন কাজ করায় জামিলা সহ অনেকেই তার জন্য প্রাণভরে দোয়া করে। আর পাকাবাড়ি পেয়ে বেজায় আনন্দিত ও খুশি মজিদা। এই আনন্দে তার কোনো অভিব্যক্তি করার ভাষা নেই। শুধু প্রাণভরে দোয়া করছেন তরুণ এই দানবীর নেতা ইস্তিকে। গত সোমবার বিকালে আনুষ্ঠানিকভাবে মজিদা বিবিকে চাবি হস্তান্তরের মাধ্যমে নতুন বাড়ি তুলে দেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড: সামছুল আলম দুদু এমপি। পৌর ৩নং ওয়ার্ড কাউন্সিলর ও স্বেচ্ছাসেবকলীগ নেতা আরিফ রব্বানী ইস্তি বলেন,এমন একজন অসহায় মানুষটির জন্য সামান্য কিছু করতে পেরে নিজেকে ভালো লাগছে। আমাদের চারপাশে আরো অনেক এমন অসহায় মানুষ আছে তাদের পাশে দাঁড়ানো আমাদের সবারই উচিৎ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কাউন্সিলরের ঘর উপহার পেল পাঁচবিবির  মজিদা

আপডেট সময় : ১২:০৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ

মজিদা বিবি একজন চাতাল শ্রমিক। স্বামী দীর্ঘদিন যাবৎ রোগে বিছানায় পড়ে আছে। অভাবের সংসার তার যেন আর চলেনা। জীবনের শেষ বয়সেও দূর্বল ও অসুস্থ্য শরীর নিয়ে চাতালে শ্রমিকের কাজ করে কোন রকমে সংসার চালায়। চাতাল শ্রমিকের মুজরিতে কোন রকমে খেয়ে না খেয়ে বেঁচে থাকলেও রাতে মাথা গোজার তেমন ভালো ঘর ছিলনা তার। স্বামীকে নিয়ে জরাজীর্ন একটা ঘরে বসবাস করত তারা। শীত, গরম ও বৃষ্টি-বাদলের দিনগুলো অতি কষ্টেই জীবন কাটাত। একটু বৃষ্টি হলেই মজিদার ঘরের সবটুকু আসবাবপত্র ভিজে যেত বৃষ্টির পানিতে। ভুমিহীন গরীব ও অসহায় কষ্টের শেষ জীবনে একটু সুখ ও শান্তির পরশ দিতে মজিদার পাশে দাড়ায় মহতী এক স্বেচ্ছাসেবকলীগ নেতা।

মজিদা বিবি জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার বালিঘাটা এলাকায় বসবাস করেন। স্বামী মোহাম্মদ আলী দীর্ঘদিন থেকে দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন। মোঃ আলী শরীরের চিকিৎসা ও ঔষধ কেনার টাকাও উর্পাজন করতে পারে না। অসুস্থ্যর কারনে সংসার চালানো দূরের কথা সন্তান থেকেও যেন নেই বৃদ্ধ মা-বাবার তেমন খোজ নেওয়া। মজিদা বিবির এমন অসহায়ত্ব জীবনে পাশে এসে দাঁড়ায় জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক ও পাঁচবিবি পৌরসভার কাউন্সিলর উদীয়মান তরুন নেতা আরিফ রাব্বানী ইস্তি। তিনি নিজ খরচে একটি পাকাবাড়ি তৈরী করে দিলেন মজিদাকে। মজিদার পাকাবাড়িতে বৈদ্যুতিক সংযোগ পানি ও টয়লেটের ব্যবস্থাও করে দেওয়া হয়। অসহায় মজিদার প্রতি সহায়তা করায় এলাকার ছোটবড় সবাই ইস্তির প্রতি খুব খুশি। মানবিক নেতার মানবতাপূর্ন কাজ করায় জামিলা সহ অনেকেই তার জন্য প্রাণভরে দোয়া করে। আর পাকাবাড়ি পেয়ে বেজায় আনন্দিত ও খুশি মজিদা। এই আনন্দে তার কোনো অভিব্যক্তি করার ভাষা নেই। শুধু প্রাণভরে দোয়া করছেন তরুণ এই দানবীর নেতা ইস্তিকে। গত সোমবার বিকালে আনুষ্ঠানিকভাবে মজিদা বিবিকে চাবি হস্তান্তরের মাধ্যমে নতুন বাড়ি তুলে দেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড: সামছুল আলম দুদু এমপি। পৌর ৩নং ওয়ার্ড কাউন্সিলর ও স্বেচ্ছাসেবকলীগ নেতা আরিফ রব্বানী ইস্তি বলেন,এমন একজন অসহায় মানুষটির জন্য সামান্য কিছু করতে পেরে নিজেকে ভালো লাগছে। আমাদের চারপাশে আরো অনেক এমন অসহায় মানুষ আছে তাদের পাশে দাঁড়ানো আমাদের সবারই উচিৎ।