সংবাদ শিরোনাম ::
কামারশালায় ব্যস্ততা, দা-ছুরি-চাপাতির দাম বাড়তি
নিউজ ডেস্ক
- আপডেট সময় : ০৯:২০:২০ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪
- / ৩৩৩ বার পড়া হয়েছে
আর মাত্র চারদিন পরেই মুসলিম ধর্মাবলম্বীদের ত্যাগের উৎসব ঈদুল আজহা। পশু কোরবানির মধ্য দিয়ে এই উৎসব পালন করেন মুসলমানরা। ফলে কোরবানির জন্য পশু সংগ্রহের পরই সবচেয়ে প্রয়োজন হয় দা, ছুরি, চাপাতি ও কাঠের গুঁড়ি কেটে তৈরি খাইট্টার। প্রয়োজনীয় এসব জিনিসের জোগান দিতে ঈদের আগে ব্যস্ত সময় পার করছেন কামারশালার কর্মীরা। অন্যদিকে লোহার দাম বাড়ায় বেড়েছে এগুলো দিয়ে তৈরি হাতিয়ারের।
ক্রেতারা বলেছেন- বাজারে সময়ের সঙ্গে সঙ্গে দাম বেড়েছে পশু কোরবানিতে অতি প্রয়োজনীয় হাতিয়ারের। দামের সঙ্গে হাতিয়ারগুলোর মান নিয়েও প্রশ্ন আছে এখন।
অন্যদিকে কোরবানির ঈদ সন্নিকটে হলেও দা-ছুরি-চাপাতি-খাইট্টার ব্যবসায়ীদের দাবি— আগের মতো সাড়া নেই ক্রেতাদের। বিক্রিও তেমন একটা বাড়েনি। চাইনিজ হাতিয়ারের তুলনায় দেশি হাতিয়ারের মান ভালো।