কালবৈশাখী ঝড়ে গাছের উপর উড়ছে টিনের ছাদ

- আপডেট সময় : ১১:২৫:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩
- / ৩৩৩ বার পড়া হয়েছে

মোঃআসিফ মাহমুদ, মাগুরা
বগুরার আমতৈল মাধ্যমিক বিদ্যালয় মার্কেটের টিনের ছাদ উড়ছে গাছের উপর। প্রচন্ড ঝড়ে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে মার্কেটের।পুরো মার্কেটের টিনের ছাদ ঝড়ের প্রকোপে লন্ডভন্ড হয়ে গেছে।
দোকানদারদের মালামালের ছিটেফোটাও নেই। দোকানীরা সব হারিয়ে অসহায়। দুদিন হয়ে গেলেও জেলা ও উপজেলা পর্যায়ের কোন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শনে আসেনি। এ অবস্থায় অনেকটা ঝুকিপুর্ন হয়ে উঠেছে মার্কেটটি, মার্কেটের পাশ দিয়ে প্রায় সব সময়ই পথচারি চলা চল করে সেই সাথে বিদ্যালয়ে পড়ুয়া ছাত্রছাত্রীরাও নিয়মিত বিদ্যালয়ে যাওয়া আসা করে।
বিদ্যালয়ের শিক্ষক জনাব সজিবুজ্জান জানান, এতো বড় একটি প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, বাজারের ক্ষয় ক্ষতি হয়েছে, দোকানদাররা সব হারিয়েছে, মার্কেটটি বিদ্যালয়ের রাস্তার সাথে হওয়ার ছাত্র ছাত্রীদের চলা চলেও সমস্যা হচ্ছে,তাই বিষয়টি সরকারের কর্মকর্তাদের সদয় দৃষ্টি দেয়ার অনুরোধ জানাচ্ছি। উল্লেখ্য ঝড়টি শুরু হয় শুক্রবার আনুমানিক রাত ৮ টার পর।