গরুর তুলনায় দাম কম মহিষের
- আপডেট সময় : ০৭:৩৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪
- / ৩৩৮ বার পড়া হয়েছে
ঈদুল আজহার বাকি আর মাত্র দুই দিন। ঈদ ঘিরে জমে উঠেছে গাবতলীর পশুর হাট। এ হাটে ছোট থেকে বড় গরু-ছাগল, দুম্বা, উটসহ নানা জাতের পশু তোলা হয়েছে। ক্রেতারা ঘুরে ঘুরে দেখছেন এবং পছন্দের পশু দরদাম করছেন। হাটে গরুর তুলনায় মহিষের দাম কম বলে জানা গেছে।
শুক্রবার (১৪ জুন) বিকেলে গাবতলী পশুর হাটে কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলে বিষয়টি জানা গেছে। বিক্রেতারা জানান, হাটে ক্রেতাদের ভিড় বাড়ছে। তবে এখনো সেভাবে পশু কেনাকাটা শুরু হয়নি।
সরেজমিনে দেখা গেছে, বিশাল আকৃতির দুইটি উট এবার গাবতলীর বাজারে আনা হয়েছে। যা দেখতে ছোট-বড় সবাই ভিড় করছে। সাধারণ মানুষের ভিড়ে আবার অন্য ব্যবসায়ীদের সমস্যার কথাও জানান কেউ কেউ। তবে দুইটি উট এবার গাবতলীতে আনা হলেও এখনো একটিও বিক্রি হয়নি।
আগামী দুইদিনের মধ্যে উট দুটি বিক্রি হবে বলে আশা ব্যবসায়ীর।
গাবতলী হাটে মহিষ ব্যবসায়ী ইদ্রিস বলেন, আমাদের মহিষের ক্রেতা কম। তবে কিছু কিছু ক্রেতা আসা শুরু হয়েছে। কারণ, গরুর তুলনায় মহিষের দাম কম। আমি ইতোমধ্যে দুইটি মহিষ বিক্রি করেছি। একটি ছোট আরেকটি বড় আকৃতির। তবে আগামী দুইদিনে আরও বেশি ক্রেতা সমাগম বাড়লে সবগুলোই বিক্রি করে ফেলতে পারব।