গলায় লিচুর বীচি আটকে শিশুর মৃত্যুর অভিযোগ
- আপডেট সময় : ০৬:৩০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪
- / ৩২৬ বার পড়া হয়েছে
মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধিঃ
স্কুল ছুটির পর সহপাঠীর সাথে লিচু বাগানে লিচু খেতে গিয়ে গলায় বিচি আটকে সালামান ফারসি (রনি)নামের এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১৪ মে) আনুমানিক দুপুর ১২ ঘটিকায় বিরামপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের শীমুলতলী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহত সালমান ফারসি (রনি ৫) পৌরসভার ৭ নং ওয়ার্ডের শীমুলতলী গ্রামের রাসেদুল ইসলামের একমাত্র ছেলে।সে শীমুলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিকের ছাত্র।
নিহত সালমান ফারসির (রনি) বাবা রাশেদুল ইসলাম জানান,স্কুল ছুটির পর বাড়ির সামনে আনিছুর রহমানের ১৪ বিঘার একটি লিচু বাগানে সালমান ফারসি (রনি) এবং পাশের বাড়ি শহিদ ইসলামের ছেলে জীবন(৭) এর সাথে লিচু খেতে যায়।এর কিছুক্ষণ পর রনি বাসায় ফিরে আসে উদভট আচারণ করতে থাকেন। এসময় সে মুখে কোন কথা না বলতে পারলেও গলায় কিছু একটা আটকে আছে এমন ইঙ্গিত করে।পরে তার অবস্থার অবনতি হলে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশু রনির মৃত্যুর বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডক্টর জান্নাতুন ইসলাম বলেন , শিশুটিকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তবে তার মুখে কিম্বা গলায় লিচুর বীচি আটকে আছে কিনা এমন বিষয়ে পরিবারের পক্ষ থেকে আমাদের কিছুই জানানো হয়নি।
এবিষয়ে স্থানীয় পৌর কাউন্সিলর মোশাররফ হোসেন চৌধুরীর সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান,আমি ঘটনাস্থলে যাইনি তবে পরিবারের পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে শিশুটি গলায় লিচুর বীচি আটকে শ্বাসরোধ হয়ে মারা গেছে।