গুলি-গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন
- আপডেট সময় : ১১:৩৪:৫১ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪
- / ৩২৯ বার পড়া হয়েছে
মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি:
সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্বিচারে গুলি, হত্যা ও গ্রেফতারের প্রতিবাদে দিনাজপুরের বিরামপুরে বিক্ষোভ মিছিল ও কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
শনিবার (৩ আগস্ট) বিকেলে বিরামপুর শেখ রাসেল মিনি স্টিডিয়াম থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী বৃষ্টি উপেক্ষা করে দিনাজপুর – গোবিন্দগঞ্জ মহাসড়কে বিক্ষোভ মিছিল করে এবং পরবর্তীতে সন্ধ্যা ৭ টায় বিরামপুর কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন করে।
এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শিক্ষার্থীদের ঢালাও গ্রেফতারের প্রতিবাদ করেন এবং অনতিবিলম্বে শিক্ষার্থীদের নিঃস্বার্থ মুক্তির দাবি করেন। একইসঙ্গে শিক্ষার্থীদের ওপর নির্বিচারে গুলি চালানোর প্রতিবাদ করেন।এছাড়াও ‘আমার ভাই মরলো কেন? জবাব চাই জবাব চাই’, ‘উই ওয়ান্ট জাস্টিস’; ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না’-সহ বিভিন্ন স্লোগান দেন তারা।
বিক্ষোভ মিছিল চলাকালীন সময়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার উপস্থিত ছিলেন।এছাড়াও যথেষ্ট পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় ছিলেন,যেন আইনশৃঙ্খলার কোন অবনতি না ঘটে।শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলনের পর পরবর্তী কর্মসূচিতে যোগদানের আহ্বান জানিয়ে শান্তিপূর্ণভাবে কেন্দ্রীয় শহীদ মিনার ত্যাগ করে ।