সংবাদ শিরোনাম ::
চিকিৎসার জন্য সিঙ্গাপুরে ডিপজল
নিউজ ডেস্ক
- আপডেট সময় : ০৫:৪৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩
- / ৪৫৫ বার পড়া হয়েছে
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল চিকিৎসার জন্য সিঙ্গাপুরে উড়াল দিয়েছেন। বুধবার (৯ আগস্ট) রাতে ঢাকা ছাড়েন এই অভিনেতা।
সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি নিজেই জানিয়েছেন ডিপজল। সেই সঙ্গে দেশবাসীর কাছে দোয়াও চেয়েছেন এই অভিনেতা। ক্যাপশনে অভিনেতা লিখেছেন, আসসালামু আলাইকুম। চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছি। দেশবাসীর কাছে দোয়া প্রার্থী। পোস্টটি করার সঙ্গে সঙ্গেই ১৩ হাজারেরও বেশি প্রতিক্রিয়া পড়েছে নেটিজেনদের। এই পোস্টের মন্তব্যের ঘরে অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করেছেন তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। চিকিৎসা শেষে শিগগির দেশে ফেরার প্রার্থনা করেছেন অনেকেই।
এর আগে, গত ৩১ মার্চ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ নোভেনা হাসপাতালে চোখের অপারেশন হয় ডিপজলের। তবে এবার রুটিন চেকআপ নাকি অন্যকোনো সমস্যার কারণে সিঙ্গাপুর গেছেন, সে বিষয়ে কিছু খোলাসা করেননি তিনি। উল্লেখ্য, ডিপজলকে সবশেষ দেখা গেছে ‘যেমন জামাই তেমন বউ’ ছবিতে। এতে তার বিপরীতে অভিনয় করেন নবাগত চিত্রনায়িকা মৌ খান। সিনেমাটি নির্মাণ পরিচালক মনতাজুর রহমান আকবর। এ ছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে ডিপজল অভিনীত আরও বেশ কিছু সিনেমা।