সংবাদ শিরোনাম ::
চীন অধিকৃত ভূখণ্ডের ৩০টি জায়গার নতুন নাম দিচ্ছে ভারত
আন্তর্জাতিক ডেস্ক
- আপডেট সময় : ০৯:২৩:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪
- / ৩৩৪ বার পড়া হয়েছে
অরুণাচল প্রদেশের ভূখণ্ড নিয়ে চীন-ভারতের মধ্যে বিরোধ বহুদিন ধরে চলে আসছে। এই প্রদেশের ওপর নিজেদের মালিকানা দাবির অংশ হিসেবে গত এপ্রিলে সেখানকার ৩০টি জায়গার নাম বদলে চীনা নাম রেখেছিল বেইজিং।
এ বার তিব্বতে তার জবাব দিতে যাচ্ছে নয়াদিল্লি। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়েল সূত্র উদ্ধৃত করে প্রকাশিত একটি খবরে দাবি, সেনার নয়া সংশোধিত মানচিত্রে চীন অধিকৃত তিব্বতের ৩০টি জায়গার নতুন নাম থাকবে।
নরেন্দ্র মোদির তৃতীয় দফার প্রধানমন্ত্রিত্বের সূচনাতেই এই ভূমিকায় যাচ্ছে ভারত।
২০২৩ সালের শুরুতেও চীনের বেসামরিক মন্ত্রণালয়ের পক্ষ থেকে অরুণাচলের ১১টি জায়গার নাম বদলে দেওয়া হয়েছিল। এর পেছনে তাদের যুক্তি ছিল— স্থানীয় মানুষদের উচ্চারণের সুবিধার্থেই জায়গাগুলোর নাম বদলানো হয়। যে ১১টি জায়গার নাম বদলানো হয়েছিল, সেগুলোর মধ্যে ছিল পর্বতশৃঙ্গ, নদী, এমনকি বসতি অঞ্চলও।