ছাতক-দোয়ারাবাজার আসনে জাপা’র মনোনয়ন প্রত্যাশী বীরমুক্তিযোদ্ধা সন্তান আবু সালেহ

- আপডেট সময় : ১২:২৭:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩
- / ৩৬০ বার পড়া হয়েছে

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি::
সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে জাতীয় পার্টির মনোনয়ন চান জাপা’র কেন্দ্রীয় কমিটির সদস্য ও বীরমুক্তিযোদ্ধার সন্তান আবু সালেহ। তিনি দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের রাউলী গ্রামের প্রয়াত বীরমুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুসের দ্বিতীয় পুত্র। সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন পেতে জাপা’র কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে লবিং করে আসছেন এবং নির্বাচনী এলাকায় প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
উল্লেখ্য, আবু সালেহ ইতিপূর্বে জাতীয় পার্টির মনোনয়ন পেয়ে ইউপি নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচন এবং জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সে দিক থেকে তিনি ছাতক-দোয়ারাবাজার অঞ্চলের রাজনীতির মাঠে বেশ পরিচিতও হয়ে উঠেছেন। তিনি দীর্ঘদিন ধরে তাঁর নির্বাচনী এলাকায় অসহায়, গরীব মানুষের পাশে থাকাসহ মসজিদ, মন্দির, স্কুল, মাদরাসার উন্নয়নে অর্থ সহযোগিতার পাশাপাশি সমাজসেবা মূলক কর্মকাণ্ডে নিয়োজিত রয়েছেন।
তাঁর সমর্থক নেতাকর্মীরা বলেছন, আবু সালেহ সুনামগঞ্জ-৫ আসনে জাপা’র মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে দেখতে চাই। তিনি একজন যোগ্য প্রার্থী। এছাড়া তিনি জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটিতে থাকার সুবাদে এবং পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের একজন আস্থাভাজন নেতা হিসেবে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ আসনে জাপা’র মনোনয়ন পেয়ে সংসদ সদস্য প্রার্থী হিসেবে মাঠর লড়াইয়ে আসলে আমরা তাঁর পক্ষে কাজ করবো।
জাপা’র কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সালেহ বলেন, আমি একজন বীরমুক্তিযোদ্ধার সন্তান। ইতোমধ্যে কয়েকটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি। ছাতক-দোয়ারাবাজার আসনে জাতীয় পার্টির মনোনয়ন পাওয়ার ব্যাপারে ইতিমধ্যে গ্রিন সিগনালও পেয়েছি। পার্টির মনোনয়ন পেলে আমি সংসদ সদস্য পদে লাঙ্গল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। সকলের দোয়া ও সহযোগিতা কামনা কর