জয়পুরহাটে ইয়াবা ও হেরোইনসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
- আপডেট সময় : ১০:২৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০২৩
- / ৪১৫ বার পড়া হয়েছে
দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট)প্রতিনিধি:
রাজশাহীর সিপিসি-৩,জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে র্যাবের একটি চৌকশ দল গত ১৩ জুলাই বিকেলে জয়পুরহাট জেলার কালাই থানার নান্দাইল দিঘী এলাকায় অভিযান চালিয়ে উক্ত এলাকার মৃত হাফিজার রহমানের পুত্র মোঃ ফেরদৌস রহমান (৩৯) কে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২.২০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করে।
র্যাবের প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উক্ত ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় দ্রব্য অবৈধভাবে জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল। এব্যাপারে জয়পু্রহাট জেলার কালাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়েছে।