জয়পুরহাটে চোলাইমদসহ ১জন মাদকব্যবসায়ী গ্রেফতার
- আপডেট সময় : ০৪:১১:১০ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০২৩
- / ৪২০ বার পড়া হয়েছে
দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটে র্যাবের অভিযানে ১হাজার ২০ লিটার চোলাইমদসহ ১জন গ্রেফতার হয়েছে।
সিপিসি-৩, জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে র্যাবের একটি চৌকস অপারেশনাল দল আজ ৯ই জুন ভোরে জয়পুরহাট জেলার সদর থানার পালি কুর্মিপাড়া গ্রামে অভিযান চালিয়ে ১০২০ লিটার চোলাইমদসহ উক্ত গ্রামের মৃত সুরেন কুর্মির পুত্র মাদকব্যবসায়ী শ্রী উত্তম কুমার কুর্মি (৫০)কে গ্রেফতার করে।
র্যাবের প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কোম্পানি অধিনায়ক মেজর মোস্তফা জামান জানান, ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য চোলাই মদ অবৈধভাবে নিজ বসত বাড়ীতে তৈরী করত এবং তৈরীকৃত চোলাই মদ সংরক্ষণ করে জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদককারবারীদের নিকট খুচরা ও পাইকারী বিক্রি করে আসছিল। এ ব্যাপারে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী জয়পুরহাট জেলার সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।