জয়পুরহাটে ডিসিকে জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের স্মারকলিপি প্রধান

- আপডেট সময় : ০১:৫৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩
- / ৩১৭ বার পড়া হয়েছে

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
চাকুরীতে সর্বক্ষেত্রে কোটা পুনর্বাহালসহ ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাট জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের পক্ষ থেকে জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজীর নিকট তার অফিসকক্ষে স্মারকলিপি প্রদান করা হয়। আজ ১০ অক্টোবর মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় এ স্মারকলিপি প্রদান করেন,জয়পুরহাট জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মোঃ সাজ্জাদ আহমেদ ময়না, সাধারণ সম্পাদক রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস রহমান, যুগ্ম সম্পাদক আল মামুন চঞ্চল ও পাঁচবিবি উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি রবিউল আলম লিটনসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।জানা যায়, গত ২৫ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মেডিকেল বিশ্ববিদ্যালয় মিলনায়তনে কেন্দ্রীয় কমিটির জেলা কনভেনশনে এ সিদ্ধান্ত গৃহীত হলে আজ ১০অক্টোবর সারাদেশে ৬৪ জেলায় একযোগে এ কর্মসূচি পালন করা হচ্ছে।