জয়পুরহাটে নাশকতা মামলায় আমদই ইউনিয়ন ছাত্রদলের সভাপতি গ্রেফতার
- আপডেট সময় : ০৩:০২:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩
- / ৩৪৯ বার পড়া হয়েছে
দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পু্রহাটের পুরানাপৈল রেলগেট এলাকায় পাথর বোঝাই ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নি সংযোগের নাশকতা মামলার আসামী আমদই ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাহিদ হোসেন (২৬) কে গ্রেফতার করেছে জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের সদস্যরা।
জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পে সুত্রে জানা যায়,গত ২৩ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিসি-৩,জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে র্যাবের একটি চৌকশ দল গত বৃহস্পতিবার সন্ধ্যায় (আমদই ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাহিদ হোসেন) তাকে মীরগ্রাম চৌমুহনী বাজার হতে গ্রেফতার করে। সে জয়পুরহাট সদর থানার কাদোয়া ঢোলপাড়া গ্রামের মোস্তাফিজুর রহমান মোস্তাকের পুত্র।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়,দেশব্যাপী অবরোধ চলাকালীন গত ১৬ নভেম্বর ভোরে জয়পুরহাট সদর থানার জয়পুরহাট -হিলি সড়কের পুরনাপৈল রেলগেট এলাকায় পাথর বোঝাই একটি ট্রাক আটকিয়ে আমদই ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাহিদ হোসেনসহ ১২/১৩ জন লোক ইটপাটকেল ও পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন জ্বালিয়ে দেয়। এব্যাপারে জয়পু্রহাট সদর থানায় মামলা হলে মামলার ২৪ ঘন্টার মধ্যেই আসামী রায়হান মন্ডলকে এবং এক সপ্তাহের মধ্যে অপর আসামী নাহিদ হোসেনকে গ্রেফতার করে সদর থানায় হস্তান্তর করতে সক্ষম হলো র্যাব।