জয়পুরহাটে পাথরবোঝাই ট্রাকে দুর্বৃত্তদের আগুন

- আপডেট সময় : ০৮:০৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩
- / ৩১৮ বার পড়া হয়েছে

দবিরুল ইসলাম পাঁচবিবি জয়পুরহাট প্রতিনিধি: অবরোধের শেষ দিনে জয়পুরহাট-পাঁচবিবি-হিলি মহাসড়কের পুরনাপৈল এলাকার গতনশহর নামক স্থানে একটি পাথরবোঝাই ট্রাকে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিয়েছে। তাৎক্ষণিক তারা ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও চালক ও হেলপারই আগুন নেভাতে সক্ষম হন। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ৪৮ ঘন্টা অবরোধের শেষ দিনে সকালে এ ঘটনা ঘটেছে।ট্রাকচালক নওগাঁর আনন্দ নগর গ্রামের আকাশ হোসেন বলেন, পঞ্চগড় থেকে ট্রাকে পাথরবোঝাই করে নিয়ে নওগাঁ যাচ্ছিলাম। ভোর সাড়ে ৪টা থেকে পৌনে ৫টা নাগাদ পুরানাপৈল রেল লাইনের ক্রসিংয়ের অদূরে গতন শহর এলাকার পুরানাপৈল রেল গেটে এসে ট্রাকের গতি কমিয়ে দেই। এ সময় ৮/১০ যুবক ইটপাটকেল ছুঁড়তে ছুড়তে ট্রাকের কাছে এসে আগুন ধরিয়ে দিয়েই দ্রুত পালিয়ে যায়।
তাৎক্ষণিক চালক ও হেলপারসহ অন্য গাড়ির লোকজন এসে পাশের খাদ থেকে পানি ও রাস্তার বালু দিয়ে আগুন নিভিয়ে ফেলেন কিন্তু ট্রাকের সামনের গ্লাস ও একটি চাকার ট্রায়ারে সামান্য ক্ষতি হয়েছে।
খবর পেয়ে গঠনস্থল পরিদর্শন করেছেন জয়পুরহাট সদর থানা পুলিশ তবে এ বিষয়ে কেউ গ্রেফতার হয়নি।