জয়পুরহাটে পুরানাপৈলে ডিজিটাল সেন্টারের ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
- আপডেট সময় : ০৭:৩৭:৫১ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩
- / ৩৬৬ বার পড়া হয়েছে
দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
ডিজিটাল সেন্টার জনগণের দোরগোড়ায় ১৩ বছর। ডিজিটাল সেন্টারের ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও স্মার্ট বাংলাদেশ ভিশন-২০৪১ বিনির্মাণে স্বচ্ছতা,জবাবদিহিতা,হয়রানি ও দুর্নীতিমুক্ত স্মার্ট সেবা প্রদানে ডিজিটাল সেন্টারের ভূমিকা ও কর্মপরিকল্পনা বিষয়ক মতবিনিময় ও আলোচনা সভা আজ বুধবার বিকেলে জয়পুরহাট জেলা সদর থানার পুরানাপৈল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। পুরানাপৈল ডিজিটাল সেন্টারের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আ-লীগের সভাপতি মোঃ শহিদুল ইসলাম। বড়তাজপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ খুরশিদ আলম বেলালের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,পুরানাপৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম সৈকত।বিশেষ অতিথির বক্তব্য রাখেন,বড়তাজপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান,ইউপি সদস্য ফরিদুল ইসলাম ও পুরানাপৈল ইউপির ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা আনোয়ার পারভেজ প্রমূখ। আরো উপস্থিত ছিলেন, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, এনজিও প্রতিনিধিসহ অত্র ইউনিয়ন পরিষদের সচিব ও সকল ইউপি সদস্যবৃন্দ।
From