জয়পুরহাটে প্রতিপক্ষের হামলায় গৃহবধূ গুরুতর আহত
- আপডেট সময় : ০৫:৩৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুন ২০২৩
- / ৪৩৭ বার পড়া হয়েছে
দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় গৃহবধূ শাপলা বেগম গুরুতর আহত হয়েছে। এ ব্যাপারে জেলা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
থানায় লিখিত অভিযোগে জানা যায়,জয়পুরহাট জেলা সদর থানার ধলাহার ইউনিয়নের বড় বালিয়াতুর গ্রামের মৃত আব্দুল গফুরের পুত্র কৃষক মোঃ কাবিল হোসেন (৪৭) পার্শ্ববর্তী রঘুনাথপুর গ্রামের মৃত কছিমুদ্দীনের পুত্র প্রতিপক্ষ ইটভাটা মালিক মোঃ হারুনুর রশিদ (৫৫) কে শালপাড়া বাজারের পশ্চিম পাশে তার ইটভাটা সংলগ্ন দুই বিঘা জমি দুই বছরের জন্য মৌখিকভাবে লিজ দেয়। তারা লীজের টাকা ঠিকমতো দেয়া না। এদিকে লিজের মেয়াদ শেষ হয়ে গেলে গতকাল ২৬ জুন সোমবার দুপুরে জমির মালিক পক্ষ কৃষককের লোকজন ওই জমিতে মেসি নিয়ে হাল চাষ করতে রায়। এ সময় চাষাবাদে বাধা দেয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় কৃষকের স্ত্রী মোছাঃ শাপলা বেগম গুরুতর আহত হয়। তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে জয়পুরহাট জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে দেয় পরিবারের লোকজন। এ ব্যাপারে জেলা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন কৃষক কাবিল হোসেন। এব্যাপারে প্রতিপক্ষ ইটভাটা মালিক হারুনুর রশিদের সাথে কথা বললে তিনি বলেন,লিজ নেয়া জমির টাকা আমি নিয়মিত পরিশোধ করি। তার প্রমাণ আমার ডাইরিতে লেখা রয়েছে। সে জমি দিবে না বললেই আমি জমি ছেড়ে দিবো। আমার বিরুদ্ধে মারপিটের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।