জয়পুরহাটে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক্স ডিভাইসহ আটক ৩
- আপডেট সময় : ০৭:৪৩:০৩ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪
- / ৩৫৩ বার পড়া হয়েছে
দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট)প্রতিনিধি:
জয়পুরহাটে সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরিক্ষায় অসৎ উপায় অবলম্বন ও ইলেকট্রিক ডিভাইস ব্যবহার করার অপরাধে ৩ জন পরীক্ষার্থীকে আটক করেছে সদর থানা পুলিশ।
শুক্রবার জয়পুরহাট জেলায় ১২টি কেন্দ্রে সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরিক্ষা চলছিল।এ সময় খঞ্জনপুর উচ্চ বিদ্যালয়ে ১ জন,জয়পুরহাট সিদ্ধিকীয়া কামিল মাদ্রাসায় ১ জন ও জয়পুরহাট সরকারি কলেজে ১ জনসহ মোট ৩টি কেন্দ্র থেকে ৩ জন পরিক্ষার্থী অসদুপায় অবলম্বনকালে ইলেকট্রিক ডিভাইসসহ পুলিশের হাতে আটক হন। তারা হলো,পাঁচবিবি উপজেলার তাজপুর গ্রামের মোস্তাকিম হোসাইন, বাঁশখুর গ্রামের মাহমুদুল হাসান ও আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর গ্রামের মোছা: সানজিদা বেগম।এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্যাহ আল মামুন,আব্দুল্লাহ আল মাহবুব ও উজ্জ্বল বাইন ঘটনাস্থলে উপস্থিত থেকে এ বিষয়টি আমলে নিয়ে নিয়মিত মামলা দায়ের করার জন্য তাদের পুলিশে সোপর্দ করেন।