জয়পুরহাটে ভ্রাম্যমান আদালতে ৪ বেকারী প্রতিষ্ঠানকে ৫৭ হাজার টাকা জরিমানা

- আপডেট সময় : ০৩:৪৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩
- / ৩৩৫ বার পড়া হয়েছে

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল খাদ্য উৎপাদন ও বিপণন করার অপরাধে ৪ বেকারী প্রতিষ্ঠানকে ৫৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
গত ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত ৮টা হতে ১০টা পর্যন্ত জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের ভারপ্রাপ্ত
কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম, স্কোয়াড কমান্ডার মোঃ ইমদাদ হোসেন বিপুল এবং জয়পুরহাটের সহকারী কমিশনার (ভূমি), এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফজলে এলাহী ওয়াহিদ এর নেতৃত্বে জয়পুরহাট সদর এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরীর ভেজাল কাঁচামাল মিষ্টি, কেক, রুটি ও বিস্কুট উৎপাদন ও বিপণন করার অপরাধে ‘সোহাগ বেকারী’র মালিক মোঃ মোহনকে ৫ হাজার, ‘রাতুল বেকারী’র মালিক মোঃ হায়দার আলী রাতুলকে ৩০ হাজার, ‘জনতা বেকারী’র মালিক আহমেদ আলী ভূলুকে ২ হাজার ও ‘মা ফুড বেকারী’র মালিক মোঃ নুরুন্নবী সিদ্দীকিকে ২০ হাজার টাকা জরিমানা প্রদান করা সহ মোট ৪টি প্রতিষ্ঠানকে মোট-৫৭ হাজার টাকা জরিমানা করেন । সেই সাথে মিষ্টি, কেক, রুটি ও বিস্কুট তৈরীর ভেজাল কাঁচামাল ও উপাদানসমূহ ধ্বংস করেন।