জয়পুরহাটে মহিলা মাদকব্যবসায়ী গ্রেফতার

- আপডেট সময় : ০৮:০১:২২ পূর্বাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩
- / ৩৮৩ বার পড়া হয়েছে

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের অভিযানে দিনাজপুর জেলার সীমান্তবর্তী হিলি হাকিমপুর থানা থেকে ১৯ শত পিচ নেশা জাতীয় ব্রুফেনরফিন ইনজেকশনসহ এক মহিলা মাদকব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
সিপিসি-৩ র্যাব-৫ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে র্যাবের একটি চৌকস দল গত ২১শে মে রবিবার রাত ৮ টায় দিনাজপুর জেলার হাকিমপুর থানার নোয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে উক্ত গ্রামের মোঃ ইসহাক আলীর স্ত্রী মোছাঃ নূর ছাফা (৪০) কে ১৯ শত পিচ ব্রুফেনরফিন ইনজেকশনসহ হাতেনাতে গ্রেফতার করে।
র্যাবের প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম জানান, উক্ত ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় ব্রুফেনরফিন ইনজেকশন অবৈধভাবে দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল। মাদকসেবী ও মাদককারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র্যাব ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। এ ব্যাপারে ধৃত আসামীকে দিনাজপুর জেলার হাকিমপুর থানায় সোপর্দপূর্বক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।