জয়পুরহাটে মাদকব্যবসায়ী ও সাজাপ্রাপ্ত আসামীসহ ২জন গ্রেফতার

- আপডেট সময় : ০৯:৩৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩
- / ৩৩৩ বার পড়া হয়েছে

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটে র্যাবের পৃথক দুটি অভিমানে একই দিনে মাদকব্যবসায়ী ও সাজাপ্রাপ্ত আসামীসহ ২জন গ্রেপ্তার হয়েছে।
জয়পুরহাট র্যাব-৫,ক্যাম্পের প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী সিনিয়র পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম জানান,র্যাব-৫,রাজশাহীর সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক ও স্কোয়াড কমান্ডার ইমদাদ হোসেন বিপুলের নেতৃত্বে র্যাবের একটি চৌকস দল গত ৩০ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় জয়পুরহাট জেলার সদর থানার ভাদসা বাজার এলাকায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী জয়পুরহাট সদর থানার ভাদসা গুচ্ছগ্রাম(পালিবাড়ি) গ্রামের মোঃ আব্দুল মালেকের পুত্র মোঃ মিজানুর রহমান (৩৫) কে গ্রেফতার করে। অপরদিকে একই দিন রাতে র্যাবের একই টিমের অপর একটি অভিযানে জয়পুরহাট জেলার সদর থানার নিশিরমোড় এলাকা থেকে ২৩ পিচ ইয়াবাসহ শ্রী রাজন সাহা(৩৬), নামে এক মাদকব্যবসায়ীকে গ্রেফতার করে। তার বাড়ি জয়পুরহাট সদর থানার নিশির মোড় বনমালী পাড়া গ্রামে। সে ঐ গ্রামের মৃত লছমন সাহার পুত্র।
এ দুটি ব্যাপারে গ্রেফতারকৃত আসামীদের আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।