জয়পুরহাটে মাদক বিক্রয়কালে ৪২ পিস ইয়াবাসহ এক মাদকব্যবসায়ী আটক

- আপডেট সময় : ০৪:৫৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩
- / ৩১৭ বার পড়া হয়েছে

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটে মাদক বিক্রয় কালে ৪২ পিস ইয়াবাসহ এক মাদকব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।
সিপিসি-৩,জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিকের নেতৃত্বে র্যাবের একটি চৌকস অপারেশনাল দল গত ২৩ অক্টোবর সোমবার রাত ১০টায় জয়পুরহাট জেলার সদর ধানার পূর্ব পাড়–লিয়া এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রয়ের সময় ৪২ পিস ইয়াবাসহ মাদককারবারী মোঃ আজাদ হোসেন (৪২), পিতা-মৃত আব্দুর রহমান, সাং-পূর্বপাড়–লিয়া, থানা-সদর, জেলা-জয়পুরহাটকে আটক করে। র্যাবের প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গ্রেফতারকৃত আসামী চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে জয়পুরহাটের বিভিন্ন এলাকায় বিক্রি করতো। এ ব্যাপারে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী জয়পুরহাট জেলার সদর থানায় একটি মামলা রুজু করা হয়েছে।