জয়পুরহাটে হত্যা মামলায় ২ ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড
- আপডেট সময় : ১০:০৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪
- / ৩৩৯ বার পড়া হয়েছে
দবিরুল ইসলাম, পাঁচবিবি (জয়পুরহাট)প্রতিনিধি:
জয়পুরহাটে হত্যা মামলায় ২ ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া তাদের ১০ হাজার টাকা জরিমানা করা হয়। বুধবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ রায় দেন।সাজাপ্রাপ্তরা হলেন, পাঁচবিবি উপজেলার কলদপুর গ্রামের অফির উদ্দীনের পুত্র আনিছুর রহমান ও নজরুল ইসলাম।
মামলায় প্রকাশ,পাঁচবিবি উপজেলার আটুল গ্রামের সিরাজুল ইসলামের কন্যা শেওলা খাতুনের সঙ্গে কুদ্দুসের বিয়ে হয়। সংসারকালীন তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকতো। ২০০৫ সালের ২০ নভেম্বর রাতে তাদের আবারও ঝগড়া হলে শেওলা খাতুন আসামীদের ডেকে এনে স্বামী কুদ্দুসকে লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করলে কুদ্দুস ঘটনাস্থলেই নিহত হন। এব্যাপারে নিহতের বড় ভাই লুৎফর রহমান বাদি হয়ে পাঁচবিবি থানায় ১টি হত্যা মামলা করেন।এ মামলায় দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ বিচারক আজ এ রায় দেন।