জয়পুরহাটে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৬ জন মাদককারবারী গ্রেফতার
- আপডেট সময় : ০৩:০৯:১০ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪
- / ৩৬৮ বার পড়া হয়েছে
দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৬ জন মাদককারবারীকে গ্রেফতার করেছে র্যাব।
সিপিসি-৩, জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মোঃ রফিকুল ইসলামের নেতৃত্ব্বে র্যাবের একটি অপারেশনাল দল গত ৩১ ডিসেম্বর রবিবার রাত সাড়ে ৯টায় জয়পুরহাট জেলার সদর থানার গুচ্ছগ্রাম এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদক কেনাবেচার সময় ৫০ পিচ ট্যাপেন্টাডলসহ মাদককারবারী ১। শ্রী উজ্জল কর্মকার (৪২), পিতা-মৃত মংলা কর্মকার, ২। মোঃ আব্দুল মোমিন (৩০), পিতা-মোঃ আনারুল ইসলাম, ৩। মোঃ সুমন ইসলাম (২৩), পিতা-মোঃ জামাল হোসেন, ৪। মোঃ দেলোয়ার হোসেন (২৭), পিতা-মোঃ জাফর আকন্দ, ৫। মোঃ আব্দুল মান্নান (১৮), পিতা-নাছির উদ্দিন এবং ৬। মোঃ সুমন হোসেন (৩০), পিতা-মোঃ লুৎফর রহমান, সাং-পাইকর দাড়িয়া, সকলের থানা ও জেলা-জয়পুরহাট কে গ্রেফতার করে।র্যাবের প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়,গ্রেফতারকৃত আসামী উজ্জল এলাকার চিহ্নিত মাদককারবারী গ্রেফতারকৃত আসামী মান্না, সুমন, মোমিন, সুমন ও দেলোয়ার উজ্জল‘র সহযোগী হিসেবে কাজ করতো। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আভিযানিক দল উজ্জল, মান্না, সুমন, মোমিন, সুমন ও দেলোয়ার কে আটক করে এবং তাদের নিকট থেকে ৫০ পিচ ট্যাপান্টাডল ট্যাবলেট উদ্ধার করে। এ ব্যাপারে জয়পুরহাট সদর থানায় গ্রেফতারকৃত আসামিদের সোপর্দপূর্বক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়েছে