জয়পুরহাট-১আসনে আবারো নৌকার মাঝি হলেন এমপি দুদু
- আপডেট সময় : ০৭:০৫:২৫ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩
- / ৩৫৮ বার পড়া হয়েছে
দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট)প্রতিনিধি:
আগামী ৭ই জানুয়ারি-২০২৪ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-পাঁচবিবি -১আসনে আবারো আওয়ামীলীগ থেকে দলীয় মনোনয়ন পেয়ে নৌকার মাঝি হলেন এমপি আলহাজ্ব এ্যাডভোকেট সামছুল আলম দুদু। আজ রবিবার বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় কেন্দ্রীয় কার্যালয় থেকে আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাকে আবারো এই মনোনয়ন দিলেন। তার এই মনোনয়ন পাওয়ার আনন্দে আজ রবিবার সন্ধ্যায় পাঁচবিবি উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা প্রিয় নেতা এমপি কে ফুলের মালা পরিয়ে অভিবাদন জানান। সেইসাথে পৌর শহরে ফটকা ফুটিয়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন। এমপি আলহাজ্ব এ্যাডভোকেট সামছুল আলম দুদু জানিয়েছেন, তৃতীয়বারের মতো দল আমাকে মনোনয়ন দিয়েছেন। এটাই হবে আমার শেষ নির্বাচন। জনগণ আমাকে ভালোবাসেন। আওয়ামীলীগকে ভালোবাসেন। জননেত্রী শেখ হাসিনাকে ভালোবাসেন। নৌকাকে ভালবাসেন। এই ভালোবাসায় আমাকে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করবে এবং অসমাপ্ত উন্নয়ন কাজকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে ইনশাল্লাহ।