জয়পুরহাট-১ আসনে কোন ষড়যন্ত্রই নৌকার বিজয় রুখতে পারবেনা; এমপি দুদু
- আপডেট সময় : ০৯:৩৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪
- / ৩৫০ বার পড়া হয়েছে
দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট)প্রতিনিধি:
আগামী ৭’জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-পাঁচবিবি-১ আসনে আওয়ামীলীগ মনোনিত ১৪ দল সমর্থিত নৌকা মার্কার প্রার্থী আলহাজ্ব এ্যাডঃ সামছুল আলম দুদু এমপির পথসভা আজ ৪ জানুয়ারি বৃহস্পতিবার নির্বাচনী প্রচারণার শেষ দিন বিকেলে পাঁচবিবি পৌর শহরের গোহাটা মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয়।
পাঁচবিবি উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে অনুষ্ঠিত এ পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিক মন্ডল। উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সুমন চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন,জয়পুরহাট-পাঁচবিবি
১ আসনে আওয়ামীলীগ মনোনিত ১৪ দল সমর্থিত তৃতীয় বারের ন্যায় নৌকা মার্কার জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব এ্যাডঃ সামছুল আলম দুদু।তিনি কান্না বিজড়িত কন্ঠে বলেন,আজ আমি আমার দলীয় লোকজনের দ্বারায় ষড়যন্ত্রের শিকার। তারা আমার নৌকার ভোট না করে কাঁচি মার্কার ভোট করছে। তবে যতই ষড়যন্ত্র করুক কোন লাভ হবে না।নৌকার বিজয় নিশ্চিৎ হবেই ইনশাআল্লাহ। আমি আর কোন নির্বাচন করব না। এটাই হবে আমার শেষ নির্বাচন। যদি আপনারা আমার পাশে থাকেন।আরো বিশেষ অতিথির বক্তব্য রাখেন,জয়পুরহাট জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুমন কুমার সাহা, দপ্তর সম্পাদক মাহমুদ হাসান হিমু,পাঁচবিবি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কুসুম্বা চেয়ারম্যান মোঃ জিহাদ মন্ডল ও পৌর আওয়ামী লীগের সভাপতি এস কে আব্দুল হক শেখ প্রমুখ। উক্ত পথসভায় হাজার হাজার নেতাকর্মী ও বিভিন্ন স্তরের সাধারণ জনগণ যোগদান করেন।