জয়পুরহাট -১ আসনে নৌকা প্রতীক পেয়ে মাজার জিয়ারত করলেন এমপি দুদু
- আপডেট সময় : ০৮:৫৮:২৬ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩
- / ৩৫২ বার পড়া হয়েছে
দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট)প্রতিনিধি:
জয়পুরহাটে-১ আসনে আওয়ামীলীগ থেকে নৌকা প্রতীক পেয়ে জয়পুরহাট ও পাঁচবিবিতে সারাদিন ঘুরে ঘুরে বিভিন্ন মাজার ও এতিমখানা জিয়ারত করলেন এমপি আলহাজ এডভোকেট সামছুল আলম দুদু।
আগামী ৭ই জানুয়ারী দ্বাদশ জাতীয় সাংসদ নির্বাচনে জয়পুরহাট-১ আসন থেকে নৌকার নমিনেশন পেয়ে আজ সোমবার সকাল থেকে সারাদিন ঘুরে ঘুরে পাঁচবিবি উপজেলার উচাই পাথরঘাটার ঐতিহ্যবাহী হযরত নিমাই নাছির উদ্দিন শাহ বাগদাদি (রাঃ) এর মাজার, কলন্দপুর মাজার,সরাইল মাজার ও বিকেলে জয়পু্রহাটের কোরবান আলী সিদ্দিকিয়া খানকা শরীফ মাজার জিয়ারত করেন। এছাড়াও সামছুল আলম দুদুর তত্ত্বাবধায়নের পরিচালিত হাফেজিয়া মাদ্রাসার এতিমখানায় কোরআন শিক্ষার শিক্ষার্থীদের নিয়ে দোয়া ও মিলাদ মাহফিল করেন।
উল্লেখ্য,গত ২৬ নভেম্বর আ,লীগের কেন্দ্রীয় কমিটির সাঃ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জয়পুরহাট-১ আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত নৌকার প্রার্থী হিসাবে এমপি দুদুর নাম ঘোষনা করেন। ২০১৪ ও ২০১৮ সালে এ আসনে এমপি হওয়ায় তিনি নৌকার হেট্রিক এমপি হতে পারেন। (জয়পুরহাট সদর-পাঁচবিবি) উপজেলার সমন্বয়ে জয়পুরহাট-১ আসন গঠিত। এ আসন থেকে আ’লীগের ১৪ জন প্রার্থী দলীয় মনোনয়ন ফরম উত্তোলন করেছিলেন।
মাজার জিয়ারতকালে এমপি দুদুর সঙ্গে ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সোহরাব হোসেন মন্ডল, আওলাই ইউনিয়ন আ’লীগের সম্পাদক ও ইউপি চেয়ারম্যান একরামুল হক চৌধুরী তাওহীদ, উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান এস,এম রবিউল আলম চৌধুরী পিন্টু, উপজেলা আ,লীগের সদস্য জাহিনুর ইসলাম, সাংবাদিক শাহ সুলতান আহমেদ ও স্বেচ্ছাসেবকলীগ নেতা শৈশবসহ বিভিন্ন স্তরের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা।