জয়পু্রহাটে অপহৃতা উদ্ধার ও অপহরণকারী গ্রেফতার
- আপডেট সময় : ০৪:৫৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩
- / ৩৫১ বার পড়া হয়েছে
দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পু্রহাটে নিখোঁজের ৩দিন পর অপহৃতা উদ্ধার ও ১জন অপহরণকারীকে গ্রেফতার করেছে জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের সদস্যরা।
সিপিসি-৩,জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিকের নেতৃত্বে গত ২৩ অক্টোবর সোমবার বিকেলে জয়পুরহাট জেলা রেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে অপহৃত ভিকটিম মোছাঃ সাবিলা আক্তার জান্নাতি (১৬), পিতা-মোঃ হাশেম আলী, সাং-খঞ্জনপুর, পূর্বপাড়া, থানা ও জেলা-জয়পুরহাটকে উদ্ধার ও অপহরনকারী মোঃ তাওফিক রহমান নিশান (১৮), পিতা-মোঃ রবিউল আকতার,সাং-পশ্চিম হুগলিপাড়া, থানা-পার্বতীপুর জেলা-দিনাজপুরকে গ্রেফতার করে। জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়,
গত ২০ অক্টোবর সন্ধ্যায় জয়পুরহাট সদর থানার খঞ্জনপুর পূর্বপাড়া এলাকা হতে মোছাঃ সাবিলা আক্তার জান্নাতি (১৬) নিখোঁজ হয়। বিভিন্ন স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করে না পেয়ে ওই দিনই নিখোঁজের মা জয়পুরহাট সদর থানায় লিখিত অভিযোগ করেন। ঘটনার পর থেকেই ভিকটিমকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করতে গোয়েন্দা নজরদারী অব্যাহত রাখে এবং ঘটনার ৩দিন পর ভিকটিমকে উদ্ধার ও সন্দেহজনক অপহরণকারী মোঃ তাওফিক রহমান নিশান (১৮) কে আটক করতে সক্ষম হয় র্যাব । এ ব্যাপারে গ্রেফতারকৃত আসামীকে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।