জেলেকে জখম করলেন প্রতিপক্ষরা; আদালতে মামলা

- আপডেট সময় : ০৫:২২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুন ২০২৩
- / ৩৫২ বার পড়া হয়েছে

মো:আজিজুল হাকিম, সিংড়া (নাটোর) প্রতিনিধি
নাটোরের সিংড়ায় তুচ্ছ ঘটনায় তর্ক বিরর্কের জেরে মোঃ আব্দুল হায়দার( ২৮) কে মেরে গুরুতর আহত করায় আদালতে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (২২জুন) বিকালে ৫ ঘটিকায় উপজেলার ছাতারদিঘি ইউনিয়নে ভুলবাড়িয়া উপর বাজারে এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।মামলার বাদী আব্দুল হায়দার আব্দুল রাজ্জাকের ছেলে।
আহত আব্দুল হায়দার জানান, তিনি নিজে বাদী হয়ে ৪জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও আসামী করে নাটোর জেলা আদালতে মামলা দায়ের করেছেন।
আসামীর হলেন, একই গ্রামের মোঃ শারিফুল (২৫),মোঃ সাইদুল (২৮) ও মোঃ সাইফুল (৩০) পিতা-আলমগীর হোসেন এবং মোঃ আলমগীর হোসেন (৫০) পিতা-মৃত গোলা।
ঘটনার সাক্ষী আঃ হাকিম জানান, সে মাছ মারিয়া ও কৃষি কাজ করিয়া জীবিকা নির্বাহ করে। ঘটনার দিন গত তারিখ প্রতিদিনের ন্যায় আমাদের গ্রামের পার্শ্বে নাগর নদীতে মাছ মারিতে গেলে আসামীগনের পাশাপাশি জাল ফেলা কারনে তর্ক বিতর্ক হলে সে ঘটনাকে ক্রেন্দ্র করে তাকে পিটিয়ে ও ছুরিকাঘাতে গুরুতর আহত করতে থাকলে তার চিৎকারে শুনে আমরা ঘটনাস্থলে ছুটে যাই ৷ আমাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় । পরে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান বলেন, ঘটনার অভিযোগ তিনি পেয়েছেন। ঘটনার সাথে জড়িত ব্যাক্তিদের দ্রুত তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।