সংবাদ শিরোনাম ::
টানা তৃতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন নৌকার প্রার্থী শিবলী সাদিক
নিউজ ডেস্ক
- আপডেট সময় : ১২:০৩:২০ পূর্বাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪
- / ৪০০ বার পড়া হয়েছে
মোঃ রাকিব হাসান ডালিম, হাকিমপুর (দিনাজপুর ) প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১. দিনজাপুর-৬ আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী শিবলী সাদিক নৌকা প্রতিকে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ট্রাক প্রতিকে স্বতন্ত্র প্রার্থী আজিজুল হক চৌধুরী।
বিরামপুর, হাকিমপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট নিয়ে গঠিত এই আসনের মোট ভোটার ৫ লাখ ২৫ হাজার ৯২৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬২ হাজার ৩৮৮ জন, নারী ভোটার ২ লাখ ৬৩ হাজার ৫২৪ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা ১১ জন। এই আসনে ১৯৪ টি কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
বেসরকারি ফলাফল অনুযায়ী নৌকা প্রতিকের শিবলী সাদিক পেয়েছেন ১ লাখ ৮২ হাজার ৬৬৭ ভোট, স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতিকের আজিজুল হক চৌধুরী পেয়েছেন ৮২ হাজার ৫১৫ ভোট।