সংবাদ শিরোনাম ::
টানা ৮ দিন হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
নিউজ ডেস্ক
- আপডেট সময় : ০৭:২৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪
- / ৩৩৫ বার পড়া হয়েছে
হিলি হাকিমপুর প্রতিনিধি
মুসলিম সম্প্রদায়ের পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে আজ থেকে টানা ৮ দিন দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানিসহ বন্দরের সকল কার্যক্রম বন্ধ থাকবে। তবে স্বাভাবিক থাকবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার।
শুক্রবার দুপুরে বিষয়টি জানিয়েছেন হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।
তিনি জানান,পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আজ ১৪ জুন থেকে ২১ জুন পর্যন্ত হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। পুনরায় ২২ জুন শনিবার থেকে হিলি বন্দরে আমদানি-রপ্তানি চালু হবে।
এদিকে হিলি ইমিগ্রেশনের ওসি শেখ আশরাফুল ইসলাম জানান,কোরবানির ঈদ উপলক্ষে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে