ঠাকুরগাঁও পীরগঞ্জে ট্রেন থেকে নামার সময় বৃদ্ধার পা বিছিন্ন

- আপডেট সময় : ০৭:৪৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩
- / ৩১৭ বার পড়া হয়েছে

রাণীশংকৈল প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ রেল স্টেশনে ট্রেন থেকে নামার সময় মিনতি রানী নামে এক নারীর বাম পায়ের গোড়ালির ওপর থেকে কাটা পড়েছে।
রবিবার (৮অক্টোবর)ভোর সোয়া ৫ টায় রাজশাহী থেকে পঞ্চগড়গামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেন থেকে নামার সময় এই দুর্ঘটনা ঘটে। তার বাড়ি গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার পচা বাজারে বলে জানা গেছে।
পীরগঞ্জ রেল স্টেশনের সহকারি মাষ্টার সোহরাব হোসেন জানান, বাংলাবান্ধা এক্সপ্রেস টেন থেকে নামার সময় ঐ নারী পাঁ পিছলে পড়ে যান।
এতে তার বাম পায়ের গোড়ালির উপর থেকে কাটা পড়ে। তাৎক্ষনিক পীরগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দিলে তাকে উদ্ধার করে পীরগঞ্জ হাসপাতালে ভর্তি করে।
পীরগঞ্জ হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার আব্দুর রহমান সোহান জানান, ঐ নারীর বাম পা গোড়ালির উপর থেকে বিচ্ছন্ন হয়ে গেছে। তার কোনো আত্নীয় স্বজনের খোঁজ পাওয়া যায়নি।
প্রাথমিক চিকিৎসা দিয়ে উপজেলা রোগী কল্যাণ সমিতির সহায়তায় তাকে দিনাজপুরে এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পীরগঞ্জ থানার ওসি (তদন্ত) বিদ্যুৎ কুমার চৌধুরী জানান, ঐ নারীর বিষয়ে বিভিন্ন জায়গায় খোঁজ নেওয়া হচ্ছে।