ঢাকা-কক্সবাজার রেল চলাচল আগস্ট-সেপ্টেম্বরেঃ রেলমন্ত্রী

- আপডেট সময় : ০৫:৪৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০২৩
- / ৩৩৫ বার পড়া হয়েছে

জাওয়ান উদ্দিন কক্সবাজারঃ
এ বছরের আগস্ট-সেপ্টেম্বর মাসের মধ্যেই ঢাকার সঙ্গে কক্সসবাজারের রেল যোগাযোগ শুরু হবে। প্রকল্পের ৮৪ ভাগ কাজ এরই মধ্যে শেষ হয়েছে।বাকি কাজও দ্রুত শেষ করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
মঙ্গলবার (১৬ মে) ঝিলংজায় দোহাজারি-কক্সবাজার রেললাইন প্রকল্পের কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শনকালে এ কথা বলেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
মন্ত্রী বলেন, এই রেল প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এটি চালু হলে দেশের পর্যটন খাতে ব্যাপক উন্নয়নসহ অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় প্রকল্প পরিচালক মুফিজুর রহমান, জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান ও সরকারি কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
পরে রামু থেকে মিয়ানমারের কাছে ঘুমধুম পর্যন্ত সিঙ্গেল লাইন ডুয়েল গেজ ট্র্যাক নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন নুরুল ইসলাম সুজন।