তাড়াশে জমে উঠেছে পৌরনভা নির্বাচনঃ ভোট প্রার্থনায় মাঠে নেমেছে দলীয় নেতাকর্মীরা
- আপডেট সময় : ১২:০৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩
- / ৩৮১ বার পড়া হয়েছে
রফিকুল ইসলাম, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় আগামী ১৭ জুলাই অনুষ্ঠিত হবে
পৌরসভা নির্বাচন । আর এ নির্বাচনকে ঘিরে সরগরম হয়ে উঠেছে পুরো নির্বাচনী এলাকা। প্রার্থীরা ভোট প্রার্থনায় ছুটে বেড়াচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। প্রার্থীদের প্রচার প্রচারনায় পৌর এলাকায় হাট- বাজার, পথে- ঘাটে, চা- স্টলসহ সব খানে নির্বাচন বেশ জমে উঠেছে।
আর ওই নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদে নৌকার প্রার্থীর পক্ষে প্রচার প্রচারণায় মাঠে নেমেছে দলীয় নেতাকর্মীরা। নির্বাচন উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকেলে পৌর এলাকার কাউরাইল বাজারে এক পথ সভা অনুষ্ঠিত হয়। এ সময় আওয়ামী লীগ মনোনীত মেয়র পদে নৌকার প্রার্থী মো.আব্দুর রাজ্জাকের পক্ষে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করে বক্তব্য দেন, তাড়াশ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন খানসহ দলীয় নেতাকর্মীরা।
এ সময় পথ সভায় বক্তারা আওয়ামীলীগ দলীয় মনোনীত প্রার্থীকে নৌকার প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান ভোটারদের।
জানা গেছে, তাড়াশ পৌর সভায় অনুষ্ঠিত প্রথম নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগ মনোনীত দলীয় প্রার্থীর সাথে তিন স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করবেন।